Bank Holiday list for September Month issued by Reserve Bank of India

১৫ দিন বন্ধ ব্যাঙ্ক! সেপ্টেম্বর মাসে দরকারি কাজ আছে? এখুনি দেখুন ছুটির তালিকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিদিনই কমবেশি ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং এর সাথে জড়িত কাজ করতে হচ্ছে সকলকেই। কিন্তু প্রতিমাসেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার ছাড়াও একধিক ছুটি থাকে। সেই সমস্ত ছুটি খেয়াল না থাকলেই কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। যেমন অগাস্ট মাসেই শনি রবি বাদে স্বাধীনতা দিবসে উপলক্ষে ছুটি। তাই আজ আপনাদের আগে থেকেই সেপ্টম্বর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holiday List) জানিয়ে দেব। এতে করে কোনো কাজ থাকলে সেটা প্ল্যানিং করে রাখতে সুবিধা হবে।

সেপ্টেম্বর মাসে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক

প্রতিমাসের মত সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। যেমনটা জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে গনেশ চতুর্থীর ছুটি মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। হ্যাঁ এর মধ্যে শনি ও রবিবার থাকছে। তাছাড়া রাজ্যের ভিত্তিতে ছুটি বদলে যায়। তাহলে কোন ব্যাঙ্ক কবে ছুটি? চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

  • ১ লা সেপ্টেম্বর – এই দিন রবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটি থাকবে।
  • ৪ই সেপ্টেম্বর – এই দিন গুজরাটে শ্রীমত শংকরদেবের তিরোধান দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৭ ই সেপ্টেম্বর – গণেশ চতুর্থী হওয়ার কারণে দেশের বেশিরভাগ ব্যাঙ্কই শনিবার ৭ই সেপ্টেম্বর বন্ধ থাকবে।
  • ৮ই সেপ্টেম্বর – রবিবার হওয়ার দৌলতে সাপ্তাহিক ছুটি থাকবে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের।
  • ১৪ই সেপ্টেম্বর – সপ্তাহের দ্বিতীয় শনিবার হওয়ার দরুন ১৪ই সেপ্টেম্বর সমস্ত ব্যাঙ্কের ছুটি থাকবে।
  • ১৫ই সেপ্টেম্বর – এই দিন রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ই সেপ্টেম্বর – ঈদ এ মিলাদ এর জেরে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৭ই সেপ্টেম্বর – বিশ্বকর্মা পুজোর জন্য পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া মিলাদ উন নবীর জন্য গ্যাংটকেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৮ই সেপ্টেম্বর – শ্রী নারায়ণ গুরু জয়ন্তী দিবস উপলক্ষে কেরালাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া পাং-লাহাব উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২০ই সেপ্টেম্বর – ঈদ এ মিলাদ উল নবী উপলক্ষে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২১শে সেপ্টেম্বর – শ্রী নারায়ণ গুরু সমাধি এর জন্য কেরালা রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২শে সেপ্টেম্বর – রবিবার হওয়ার কারণে গোটা দেশেই এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩শে সেপ্টেম্বর – মহারাজা হরি সিং জি জয়ন্তী হওয়ার জন্য জম্মুর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এছাড়া বোকের জন্য শ্রীনগরের  ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে।
  • ২৮শে সেপ্টেম্বর – মাসের চতুর্থ শনিবার হওয়ায় গোটা দেশের সমস্ত ব্যাঙ্ক এদিন ছুটি থাকবে।
  • ২৯শে সেপ্টেম্বর – রবিবার হওয়ার কারণে সমসাগর দেশেই এদিন ব্যাঙ্ক হলিডে।

এই ছিল সেপ্টেম্বর মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা। আপনার যদি এই দিনগুলিতে কোনো কাজ থাকে তাহলে সেগুলো আগে থেকেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। নাহলে পরবর্তী দিনে করতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X