Bank Holiday List,2023,RBI,ব্যাঙ্ক হলিডে লিস্ট,২০২৩,আরবিআই

Moumita

RBI প্রকাশ করলো ব্যঙ্ক ছুটির তালিকা, কোন মাসে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তালিকা

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আর তারপরেই নতুন ভোর, নতুন বছরের সূচনা। আর এই নতুন বছরে মোট কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে সেটা জেনে নেওয়াও জরুরী বৈ কী। একথা তো আমরা সবাই জানি যে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI-র নির্দেশিকা অনুযায়ী মাসের প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্কের দরজা। তবে এছাড়াও গোটা বছরে মোট কয়দিন ছুটি থাকছে তা জানাবো আজকের প্রতিবেদনে।

   

জানুয়ারি মাসে অনেকগুলো ছুটি থাকছে। ১২ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক। ২৬ জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস। এরপর ফেব্রুয়ারিতে কোনো অতিরিক্ত ছুটি নেই।

মার্চের ৮ তারিখ দোলযাত্রার জন্য বঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর সোজা এপ্রিলের ৭ তারিখ গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২২ তারিখ যেহেতু ইদ-উল-ফিতর, তাই সেইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১ মে ছুটি রয়েছে। এবং তার ঠিক কয়েকদিন পরেই ৫ মে বুদ্ধ পূর্ণিমার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে। এরপর ব্যাঙ্ক ছুটির দিন হল ৯ মে। সেইদিন রবীন্দ্র জয়ন্তী।

এরপরেই জুন মাসে ইদ-উল-জোহা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জুলাই মাসের ২৯ তারিখ ব্যাঙ্ক বন্ধ রাখা হবে কারণ সেইদিন মহরম। এরপর ১৫ আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। গোটা সেপ্টেম্বরে কোনো অতিরিক্ত ছুটি নেই। এরপরের ছুটি গান্ধী জয়ন্তি অর্থাৎ ২ অক্টোবর।

তারপরেই চলে আসছে দূর্গাপুজার শুভারম্ভ‌‌। ১৪ অক্টোবর হচ্ছে মহলায়া, অর্থাৎ সেইদিন ব্যাঙ্ক বন্ধ। ২১ থেকে ২৪ অক্টোবর (সপ্তমী থেকে দশমী) দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন বাংলার ব্যাঙ্ককর্মীরা। এরপর ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ নভেম্বর কালিপুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপরে আর কোনো অতিরিক্ত ছুটি নেই। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বন্ধ রাখা হবে ব্যাঙ্ক।