ব্যাঙ্ক ছুটির তালিকা,ভারত পশ্চিমবঙ্গ,গুরুত্বপূর্ণ তথ্য,Bank Holiday List,India,West Bengal,Important Details

Moumita

পুজোর মরশুমে ভারত জুড়ে মোট ২১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন বন্ধের তারিখগুলো

পুলিশ স্টেশন, হাসপাতালের মতো আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ব্যাঙ্ক। কারণ টাকা ছাড়া আমরা এক পা’ও চলতে পারিনা। আর এই পুজোর মরশুমে তো টাকার প্রয়োজন পড়বেই। তবে সূত্রের খবর যে, অক্টোবরে ভারতে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমতাবস্থায় এই বিজ্ঞপ্তি পড়ে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে জরুরিভিত্তিক কিছু প্রয়োজন পড়লে কোথায় যাবো বা কীভাবে কাজ হবে? এখানে জানিয়ে রাখি, এমনটা নয় যে এই ২১ দিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ভিন্ন, ভিন্ন তারিখে ছুটি থাকবে ব্যাঙ্কগুলিতে। অক্টোবরে ভারত-সহ পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকা দেখে নিন –

   

১ অক্টোবর (হাফ-ইয়ার্লি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্লোজিং): গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর: রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি।
৩ অক্টোবর (দুর্গাপুজোর অষ্টমী): আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪ অক্টোবর (দুর্গাপুজো/দশেরা (মহানবমী)/শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী): আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ অক্টোবর (দুর্গাপুজো/বিজয়া দশমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবে জন্মোৎসব): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহাম): ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর: দ্বিতীয় শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
৯ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
১৩ অক্টোবর (করওয়া চৌথ): শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার): জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
১৮ অক্টোবর (কাটি বিহু): গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ অক্টোবর: চতুর্থ শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
২৩ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
২৪ অক্টোবর : (কালীপুজো/দীপাবলি/ভূত চতুর্দেশী): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর (লক্ষ্মীপুজো/দীপাবলি/গোবর্ধন পুজো): গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর (গোবর্ধন পুজো/ভাইভিজ, দীপাবলি (প্রতিপদ)/লক্ষ্মীপুজো/অ্যাকসেশন ডে): আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর (ভাইফোঁটা/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মীপুজো): গ্যাংটক, ইম্ফল, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
৩১ অক্টোবর (সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী/ছটপুজো/অন্যান্য): আমদাবাদ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।