Banks will work 5 Days a week Saturday Sunday off new rules might be implemented

সপ্তাহে মাত্র ৫ দিন খোলা ব্যাঙ্ক, শনি-রবি দুদিন ছুটি! কবে থেকে চালু নতুন নিয়ম?

পার্থ মান্নাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। ছোট খাটো টাকার লেনদেন থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা কিংবা যে কোনো কাজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রয়োজন হয়। আগে শুধুমাত্র রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকতো তবে পরবর্তীকালে সেটা বদলে এখন দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখা হয়। কিন্তু এবার জানা যাচ্ছে সেই নিয়মও নাকি বদলাতে পারে শীঘ্রই।  এবার সপ্তাহে মাত্র ৫ দিনই খোলা থাকতে পারে ব্যাঙ্ক।

ব্যাঙ্ক খোলা থাকার দিন নিয়ে নতুন প্রস্তাব

দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক কর্মীরা সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলার জন্য দাবি জানিয়ে আসছেন। এমনকি ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন থেকে কর্মীদের ইউনিয়ানের তরফ থেকেও একই দাবি রাখা হয়েছিল। এবার হয়তো সেই দাবি পূরণ হতে পারে। জানা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে ব্যাঙ্ক কর্মীদের জন্য নতুন প্রস্তাব রাখা হয়েছে। যেখানে শনি ও রবিবার দুই দিনেই ছুটির কথা উল্লেখ রয়েছে। তবে তাতে কিছু শর্ত রয়েছে।

সপ্তাহের দু দিন ছুটি নিতে হলে প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজ করতে হবে। যার আর্থ সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখতে হবে। আর যদি ব্যাঙ্ক ১০ থেকে খোলা হয় তাহলেও একই নিয়ম মেনে ৪০ মিনিট অতিরিক্ত সার্ভিস দিতে হবে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের মত

সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বেসরকারি ব্যাঙ্ক সব ক্ষেত্রেই একই নিয়ম মণ হবে বলে জানা যাচ্ছে। এই মর্মে একটি চুক্তিও স্বাক্ষর করা হবে। এবছরের সেপ্টেম্বর মাসেই এই সংক্রান্ত একটি পোস্ট করেছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। যেখানে অর্থমন্ত্রক ও প্রধানমন্ত্রীর দফতরকে প্রস্তাব মঞ্জুরের জন্য অনুরোধ করা হয়েছিল। কনফেডারেশনের মতে এই দাবি মানা হলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে একদিকে যেমন দক্ষতা বাড়বে তেমনি ব্যাঙ্ক কর্মচারীদেরও সুবিধা হবে। আশা করা হচ্ছে ২০২৫ সাল থেকে এই নিয়ম লাগু করা হতে পারে।

প্রসঙ্গত, ৫ দিন কর্মদিবস করার এই দাবি আজকের নয়। ২০১৫ সাল থেকেই ব্যাঙ্ক কর্মী ইউনিয়ানের তরফ থেকে এই দাবি জানানো হয়ে আসছে। এরপর ২০২৩ সালে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ও কৰ্মর্চারী ইউনিয়ান এর তরফ থেকে পাবলিক ও প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলির মধ্যে একটি চুক্তি হয়। যার ফলে ৮ই মার্চ ২০২৪ এ যৌথভাবে ৫ দিন কর্মদিবস ও শনি-রবিবার ছুটির দাবি করা হয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X