অর্পিতা সিংহ,বাঁকুড়া,পশ্চিমবঙ্গ,ইউপিএসসি,সফলতা,BAnkura,West Bengal,UPSC,Success,Arpita Singha

UPSC জিও সাইন্স-এ ৩৬ র্্যাঙ্ক করে তাক লাগিয়ে দিল বাঁকুড়ার মেয়ে অর্পিতা, তার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা বাংলা

যুগ বদলের সাথে সাথে বদলাচ্ছে মানুষ। আজকাল কমছে একাগ্রতা, বাড়ছে অস্থিরতা। আজকাল সবাই ছোট ছোট বিষয় নিয়ে অবসাদে ভুগতে থাকে। আর তা যদি চাকরি সংক্রান্ত কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই। ব্যর্থতা সামলাতে না পেরে অনেকে তো আবার আত্মহননের কথাও ভেবে নেয়।

আর সেই সব মানুষদের জন্য নতুন উদাহরণ তৈরি করল বাঁকুড়ার অর্পিতা সিংহ (Arpita Singha)। জেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভূতেস্বর গ্রাম থেকে জিও সাইন্সে (Geo Science) সফলতা পেল অর্পিতা সিংহ। গোটা দেশের মধ্যে ৩৬ তম স্থান অধিকার করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

অর্পিতার পড়াশোনার কথা বললে, চাপাতরা সরস্বতী শিশু মন্দিরে প্রাথমিক শিক্ষালাভের পর বাকি সেন্দ্রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। তারপর বাঁকুড়া মিশন গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। তবে এই সফর এতটাও সহজ ছিলনা।

মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক ৬ মাস আগে হারিয়ে ফেলেন মা বন্দনা সিংহকে। সেই সময় সাথে ছিল তার বড় দিদি এবং বাবা। মা হারানোর কষ্টকে চেপে রেখেআ লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে থাকেন তিনি। এরপর ২০২০ এবং ২০২১ এ পরীক্ষায় বসেন তিনি। কিন্ত দু’বারই ব্যর্থ হতে হয়।

তবে কাঙ্খিত সাফল্য মেলে তার পরের বছর। গত বছর অর্থাৎ ২০২২ সালে জিও সাইন্সে গোটা ভারতবর্ষে ৩৬ তম স্থান দখল করেন তিনি। অর্পিতার কথায়, কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারলেই সফল হওয়া যায়, এমনটা নয়। অফবিট সাবজেক্ট নিয়েও সফলতাকে ছোঁয়া যায়।

আর সত্যি বলতে, তিনি তা করে দেখিয়েওছেন। পাশাপাশি সে ভালো ছবিও আঁকে। পছন্দের সুপারহিরো আয়রন ম্যানের স্কেচ এঁকে সাজিয়ে রেখেছেন নিজের পড়ার টেবিলে। অর্পিতার এই সফলতা অনুপ্রাণিত করবে বাঁকুড়ার গ্রাম বাংলার শত শত ছেলেমেয়েদের তথা গোটা পশ্চিমবঙ্গকে।

Avatar

Moumita

X