Papiya Paul

আরও এক নক্ষত্র পতন, প্রয়াত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী

ফের এক নক্ষত্রপতন, চলে গেলেন বাপ্পি লাহিড়ি(Bappi Lahiri)। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জনপ্রিয় এই সংগীতশিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এদিন মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

   

হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, প্রায় একমাস ধরে নানারকম শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার বাড়িয়ে ফিরেছিলেন গায়ক। কিন্তু মঙ্গলবার আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করতে বলেন। আর তারপরে মঙ্গলবার রাতেই সব শেষ। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

গতকাল মারা গেলেন সন্ধ্যা মুখ্যোপাধ্যায়। আর আজ বাপ্পি লাহিড়ী। একের পর এক কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে শোকে বিহ্বল সংগীত জগৎ। পরপর দুইদিনে সংগীতজগতের এই দুই নক্ষত্র বিদায় মানতে পারছেন না অনুরাগীরা। উল্লেখ্য, গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন গায়ক। এরপরে ফুসফুসে সংক্রমণ হয়.আর তাই বারবার নানারকম শারীরিক সমস্যাতে ভুগছিলেন তিনি।

যদিও এর আগে তার অসুস্থতার খবরে গুঞ্জন উঠেছিল কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। কিন্তু এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি হতেই মুখ খুলেছিলেন তিনি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে গায়ক জানিয়েছিলেন, ‘আমি খুব হতাশ এটা দেখে যে কিছু সংবাদ মাধ‍্যম আমার স্বাস্থ‍্য নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। আমার অনুরাগী ও শুভাকাঙ্খীদের আশীর্বাদে আমি ভাল আছি।’