Papiya Paul

‘বাবার সেই সোনার চেন আর সানগ্লাস এখন ফ্যাশন’, বাপ্পি লাহিড়ীর কাজে গর্বিত ছেলে বাপ্পা

চোখে রংবেরংয়ের সানগ্লাস, গলায় একাধিক মোটা সোনার চেন, হাতে বেশ কয়েকটি স্বাস্থ্যবান ব্রেসলেট আর তার সাথে হাতে অগুনতি আংটি। এই ভাবে যদি কারোর বর্ণনা করা হয় তাহলে প্রথমে যার কথা মনে আসবে তিনি হলেন বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী(Bappi Lahiri)। তার এই ইউনিক লুকে মুগ্ধ ছিলেন অনুরাগী থেকে সংগীতজগতের অন্যান্য শিল্পীরাও। সবার থেকে একটু হলেও আলাদা করতেই এরকম লুক নিয়েছিলেন তিনি।

   

যদিও তার এই লুকের পেছনে উৎসাহের কারণ ছিলেন আমেরিকার রকস্টার এলভিস প্রেসলি। তবে কিংবদন্তি এই সুরকারকে নিয়ে খুব অবাক হন তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী(Bappa Lahiri)। বহু বছর আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন আমি ছোট ছিলাম সবসময় ভাবতাম সবাই আমার বাবার সাজ পোশাক নিয়ে কথা বলে কেন। এখন পেছন ফিরে তাকালে মনে হয় বাবা সেটার ছাপ রেখে গিয়েছেন।’

যদিও নায়ক নায়িকাদের মধ্যে নিজেদের অভিনবত্ব তৈরী করার সুযোগ থাকে। কিন্তু সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে এটি বড় ব্যাতিক্রম। সেই কাজটি করে দেখিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। গানের মধ্যে নতুনত্ব আনার সাথে সাথেই তাঁরসাজ-পোশাকও ছিল ব্যতিক্রমী। বাপ্পা লাহিড়ী একসময় বলেছিলেন যে অনেকেই এখন তার বাবাকে অনুসরণ করে সোনার চেন পরেন। সানগ্লাস পরেন। আমি বাবাকে নিয়ে গর্বিত। বাবার মত আমি হতে পারবো না। তিনি যা করেছেন, তার এক বিন্দুও আমি করতে পারব না। তাই বাবার সঙ্গে আমার তুলনা করা কখনই উচিত হবে না।

উল্লেখ্য, এই সোনার গয়না প্রসঙ্গে এক সাক্ষৎকারে বাপ্পিদা বলেছিলেন যে এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন। আর তিনি ছিলেন প্রেসলির বড় ভক্ত। আর তাকে দেখেই তিনি ভেবেছিলেন জীবনে কোনোদিন সাফল্য পেলে নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করবেন। আর ভগবানের আশীর্বাদে তিনি সোনা দিয়ে তা করতে পেরেছেন। অনেকই ভাবেন যে তিনি লোক দেখানোর জন্য গয়না পরেন। কিন্তু তা সত্যি নয়। সোনা তাঁর জন্য খুব পয়া।