Arijit

ঘরের মাঠে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে লজ্জার হার মেসিহীন বার্সেলোনার, হতাশ সমর্থকরা

শুরু হল চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। সদ্য বার্সেলোনা ছেড়ে পিএসজি ক্লাবে যোগ দিয়েছেন মেসি। আর তাই এবারের চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়াই নামতে হয়েছিল বার্সেলোনাকে। আর প্রথম ম্যাচে দুর্ঘটনা ঘটল মেসিহীন বার্সেলোনার।

   

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলের বিরাট ব্যবধানে হারের সম্মুখীন হল বার্সেলোনা। মেসি না থাকায় বার্সেলোনা দল যে কতটা অসহায় সেটা প্রথম ম্যাচেই টের পেয়ে গেল বার্সেলোনা সিবির।

ম্যাচের 35 মিনিট নাগাদ গোল করে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার। দ্বিতীয়ার্ধে 56 এবং 85 মিনিটে পরপর গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রবার্ট লেয়োনডস্কি। অপরদিকে বায়ার্ন শিবিরে একবারের জন্যও সঠিক আক্রমণ করতে পারে না বার্সেলোনা। বারবার বায়ার্নের ডিফেন্সের কাছে গিয়ে মাথা নত করতে হচ্ছিল বার্সেলোনাকে।