Arijit

এই ভারতীয় সিনিয়র বোলারের কেরিয়ার শেষ করে দিল বিসিসিআই, কোনদিন খেলতে পারবে না ভারতের হয়ে

এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের আগে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ছিল। তবে দক্ষিণ আফ্রিকা সফর মোটেও ভারতের জন্য ভালো কাটেনি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট এবং ওয়ানডে সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। আর তারপর থেকেই নড়েচড়ে বসেছে বিসিসিআই।

   

অনেক সিনিয়ার এবং অভিজ্ঞ খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। তরুণ ক্রিকেটারদের বেশি করে সুযোগ দিয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছে বিসিসিআই। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে ভারতের সিনিয়র বোলার ইশান্ত শর্মার ক্যারিয়ার মোটামুটি ভাবে শেষ করতে চলেছে বিসিসিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ” এখন ভারতীয় দলের নিয়মিত টেস্ট বোলারদের তালিকায় রয়েছেন বুমরাহ, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ। এছাড়াও চতুর্থ বোলার হিসেবে রয়েছেন শার্দুল ঠাকুর যিনি একজন অলরাউন্ডার এবং পঞ্চম বোলার হিসেবে রয়েছেন উমেশ যাদব। ফলে ঈশান্তের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।”