Arijit

রোহিতের থেকেও বিপজ্জনক এই ব্যাটসম্যানের কেরিয়ার শেষ করে দিচ্ছে বিসিসিআই

এই মুহূর্তে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট চলছে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে তার আগে জোর ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সদ্য নির্বাচিত নতুন ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান।

   

রোহিত ছিটকে যাওয়ায় নিঃসন্দেহে ভারতের জন্য বড় ঝটকা ছিল কিন্তু ভারতীয় দলে রোহিতের সঠিক বিকল্পও ছিল। তবে রোহিতের সঠিক বিকল্প খুঁজতে ব্যর্থ হয় ভারতীয় নির্বাচকরা।

রোহিতের পরিবর্ত হিসেবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেওয়া হয়েছে প্রিয়ঙ্ক পঞ্চালকে। যেখানে প্রিয়ঙ্ক পঞ্চালের জাতীয় দলে খেলার কোন অভিজ্ঞতায় নেই। অপরদিকে নির্বাচকরা ফের একবার উপেক্ষিত করল তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান পৃথ্বী শ-কে। এই পৃথ্বী শ একজন দুর্দান্ত ব্যাটসম্যান। ফর্মে থাকলে রোহিতের থেকেও বিস্ফোরক ব্যাটিং করতে পারেন পৃথ্বী। পৃথ্বীর ব্যাটিং দেখে অনেকেরই বীরেন্দ্র শেওয়াগের ব্যাটিং মনে পরে যায়।

তবে শুধুমাত্র ফিটনেস এবং ধারাবাহিকের অভাবের অভিযোগে পৃথ্বী শ-কে বারবার উপেক্ষিত করছে নির্বাচকরা। ব্যাটিংয়ের পাশাপাশি পৃথ্বী একজন দক্ষ অধিনায়কও বটে কারণ পৃথ্বীর অধিনায়কত্বেই ভারত 2018 সালে অনুর্দ্ব-19 বিশ্বকাপ জিতেছিল।