Arijit

তীব্র গরমের কথা মাথায় রেখে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন নিয়ম আনল বিসিসিআই

এই মুহূর্তে সমগ্র দেশ জুড়ে প্রবল গরম। আর এই প্রবল গরমের মধ্যেই দিল্লির ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। এই গরমের মধ্যে ম্যাচে খেলতে দুই দেশের ক্রিকেটারদের যে ভালোই অসুবিধার মধ্যে পড়তে হবে সেটা ভালোভাবেই জানে বিসিসিআই। প্রবল গরমের কথা মাথায় রেখে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন জিনিস চালু করতে চলেছে বোর্ড।

   

এই তীব্র গরম নিয়ে কয়েকদিন আগে মুখ খুলে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। বাভুমা বলেছিলেন, “গরম হবে ভেবেছিলাম। এতটাও বেশি হবে ভাবিনি। ম্যাচটা সন্ধেয় হবে এটাই যা ভাল দিক। রাতে তবু গরম সয়ে নেওয়া যায়। আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে জল খাচ্ছি। মানসিক ভাবেও তরতাজা থাকার চেষ্টা করছি। তবে পেশির টান, ক্লান্তি জাতীয় জিনিস এড়ানো কঠিন।”

গরমের কথা মাথায় রেখে ঠিক হয়েছে, দু’টি ইনিংসেই ১০ ওভারের পর জলপানের বিরতি দেওয়া হবে দলগুলিকে। সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও জলপানের বিরতি থাকে না। কিন্তু এই গরমের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।