Arijit

পাশে দাঁড়ালেন না নির্বাচকরা, এক ম্যাচ খেলিয়েই ছেঁটে ফেলা হল এই প্রতিভাবান ক্রিকেটারকে

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের দুরবস্থার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য 18 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। চোট সারিয়ে অধিনায়ক হিসেবে কামব্যাক করেছেন রোহিত শর্মা।

   

বিসিসিআই ঘোষিত এই দলে একাধিক চমক রয়েছে। একটানা খেলার কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামির মতো সিনিয়র পেসারদের। এছাড়াও এবারের দল নির্বাচনে সবথেকে বড় চমক অনূর্ধ্ব 19 ক্রিকেটার রবি বিস্ময়ের দলে অন্তর্ভুক্তি। এছাড়াও করোনা কাটিয়ে দলে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

তবে ভারতীয় নির্বাচকরা আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও অবিচার করল ভারতীয় অলরাউন্ডার জয়ন্ত যাদবের উপর। ওয়াশিংটন সুন্দর করোনা আক্রান্ত হওয়ায় 6 বছর পর সাদা বলের ক্রিকেটে ফিরেছিলেন জয়ন্ত যাদব। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন জয়ন্ত যাদব। তবে তাকে উপযুক্ত সুযোগ না দিয়ে, কোন কারণ না দেখিয়েই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছেঁটে ফেলা হল।