নিউজ শর্ট ডেস্ক: প্রত্যেক মার্চ মাস শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় নতুন অর্থবর্ষ (Financial year)। আর ১ এপ্রিল থেকে নতু অর্থ বর্ষ শুরু হওয়ার সাথে সাথেই বেরিয়ে যায় ইনকাম ট্যাক্স ফাইলের ফর্ম। আর এই ফর্ম বেরোনোর সাথে সাথেই দেখা যায় ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন কিছু সংখ্যক মানুষ।
আর এখানেই তারা করে বসেন বড় ভুল। আসলে ইনকাম ট্যাক্স ফাইল (Income Tax File) করার জন্য তাড়াহুড়ো করতে গিয়েই অসাবধানবশত বেশ কিছু ভুল করে ফেলেন অনেকেই। আসলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সেরে নিশ্চিন্ত হওয়ার জন্যই এমনটা করেন অধিকাংশ মানুষ। তাছাড়া একবার ইনকাম ট্যাক্স ফাইল করে ফেললে পড়া আর ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলাও পোহাতে হয় না।
শুধু তাই নয় সাধারণত জুন জুলাই মাসে কোন কনসাল্টেন্টের কাছে গেলে সেখানে ভিড়-ও হয় অনেক বেশি। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সেরে ফেলতে চান কমবেশি সকলেই। কিন্তু আসলে এটি একেবারে ভুল সিদ্ধান্ত। আসলে ইনকাম ট্যাক্স ফাইল সংক্রান্ত এমন কিছু নিয়ম আছে যা সম্পর্কে আগে থেকে জেনে রাখা জরুরি।
যারা ঝামেলা এড়াতে আগে থেকেই ইনকাম ট্যাক্স ফাইল করার কথা ভাবছেন তারা জেনে রাখুন, এইভাবে তাড়াহুড়ো করে ইনকাম ট্যাক্স ফাইল করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই এক্ষেত্রে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করাই ভালো।
আরও পড়ুন: এখনও বদলাননি ২০০০ টাকার নোট? RBI-র এই নিয়ম জানা আছে তো?
এখন প্রশ্ন হল কেন ১৫ জুনের আগে আইটিআর ফাইল করা উচিত নয়? আসলে মার্চ মাস শেষ হওয়ার পর কারও যদি কোন টিডিএস থাকে সেই টিডিএস কাটার সময় থাকে ৩১শে মে পর্যন্ত। সেই টিডিএস যদি কোন কারণবশত ৩১ এ মে অর্থাৎ শেষ তারিখ জমা হয় তাহলে তা আপডেট হতে জুন মাসের ১০ তারিখ বা কোন কোন ক্ষেত্রে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত হতে পারে।
তাই কেউ যদি এপ্রিল কিংবা মে মাসে ইনকাম ট্যাক্স ফাইল করেন কিন্তু তার যদি টিডিএস না কাটা হয়ে থাকে তাহলে টিডিএস এর যে বেনিফিট থাকে সেই টাকাটি তিনি পাবেন না, কাজেই সেই টাকাটা তার লস হয়ে যাবে। তবে কেউ যদি ১০০ শতাংশ নিশ্চিত থাকেন তার আপনার সমস্ত টিডিএস আপডেট হয়ে গেছে তাহলে তিনি ১৫ ই জুনের আগেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন।