Aruna Irani

Moumita

স্বার্থের জন্য অরুণাকে ছবি থেকে বাদ দেন রেখা! প্রিয় বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ প্রকাশ অভিনেত্রীর

যারা পুরোনো হিন্দি ছবি দেখতে অভ্যস্ত তাদের কাছে রেখা (Rekha) এবং অরুণা ইরানি (Aruna Irani) এই দুটি নাম বেশ পরিচিত। একজন ছিলেন বলিউডের (Bollywood) মেইনস্ট্রিম নায়িকা, আরেকজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেই জিতেছিলেন সকলের মন। যদিও নায়িকা হওয়ার সমস্ত গুণ, যোগ্যতাই তার ছিল।

   

আর সম্প্রতি এই নায়িকাই রেখার বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। পুরোনো স্মৃতি হাতড়ে বের করে এনেছেন একটি তিক্ত অভিজ্ঞতার কথা। পাশাপাশি সেই স্মৃতি সকলের সঙ্গে শেয়ারও করে নিয়েছেন তিনি। যা শোনার পর রীতিমতো অবাকই হয়েছে নেটপাড়ার বাসিন্দারা।

সম্প্রতি এএনআই’এর পডকাস্ট শো-তে সাক্ষাৎকার দেওয়ার সময় অরুণা জানান, ভালো বন্ধু’ হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের স্বার্থে নাকি তাকে একটি ছবি থেকে বাদ দিয়েছিলেন রেখা। অভিনেত্রীর কথায়, ‘রেখা আমার খুব কাছের বান্ধবী ছিল। কিন্তু ওর জন্যই আমি ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ পড়েছিলাম’।’

বলিউড,বিনোদন,গসিপ,রেখা,অরুণা ইরানি,বিতর্ক,Bollywood,Entertainment Gossip,Rekha Aruna Irani,Controversy

পাশাপাশি তিনি আরো জানান, সেই ছবিতে নায়কের মৃত স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু বাধ সাধেন পরম বান্ধবী রেখা। অরুণাকে ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ করে দিয়েছিলেন এই খ্যাতনামা অভিনেত্রী। এমনকি এই বিষয়টা নাকি তিনি জেনেছিলেন ছবির পরিচালকের কাছ থেকেই।

অরুণা বলেন, ছবি থেকে বাদ পড়ার পর তিনি পরিচালককে জিজ্ঞেস করেছিলেন। তখন পরিচালক জানান, রেখার ইচ্ছা ছিল না বলেই নেওয়া হয়নি তাকে। বিষয়টা নিয়ে রেখাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘দেখ অরুণা ওই ছবিতে যদি পারফরম্যান্স একটুও এদিক ওদিক হয়ে থাকে তাহলে আমায় ভিলেন মনে হবে। আর সেই কারণেই আমি চাইনি চরিত্রটা তুই করিস’।

বলিউড,বিনোদন,গসিপ,রেখা,অরুণা ইরানি,বিতর্ক,Bollywood,Entertainment Gossip,Rekha Aruna Irani,Controversy

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরুণার অভিনয় দক্ষতাকে একটু ভয়ই পেতেন রেখা। আর সেই কারণেই তাকে ছবি থেকে বাদ দিয়েছিলেন। আর রেখার এক স্বীকারোক্তিতে মোটেও মন গলেনি অরুণার। নায়িকার কথায়, এই বিষয়ে রেখার সরাসরি কথা বলা উচিত ছিল। দুঃখ প্রকাশ করে অরুণার সংযোজন, নিজের কেরিয়ারের স্বার্থেই এই কাজ করেছিলেন তিনি।