Papiya Paul

শুধু হিরো নয়, এই ৫ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন অক্ষয় কুমার

বলিউডে এখন দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন অক্ষয় কুমার। প্রত্যেক বছর তার ৪-৫ টা সিনেমা মুক্তি না পেলে যেন চলবে না। এই বছরেও তার অন্তত আরো চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হোলি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘বচ্চন পান্ডে’। এই ছবিতে তাঁর ভিলেনের লুক দেখে অবাক হয়েছেন তাঁর ভক্তরা। তবে এটাই প্রথম নয়। এর আগেও বহু ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। আজকের এই প্রতিবেদনে অক্ষয়ের এমনই কিছু ভিলেন চরিত্রে অভিনয়ের সিনেমাগুলোর সম্পর্কে আপনাদেরকে জানাবো।

   

১) আজনবী (Ajnabee)-

এই ছবিতে অক্ষয় কুমার, বিক্রম বাজাজের চরিত্রে অভিনয় করেছিলেন। খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এই ছবিতে তিনি ছাড়াও ছিলেন বিপাশা বসু, ববি দেওল ও কারিনা কাপুর।

২) ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা (once upon a time in Mumbai dobaara)-

মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। এখানে শোয়েব খানের নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

৩) ব্লু (Blue)-

২০০৯ সালে মুক্তি পায় এই ছবি। এখানে আরভ মালহোত্রা নামে একজন ব্যক্তির নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।

৪) খিলাড়ি 420 (Khuladi 420)-

এই ছবিতে অক্ষয় কুমার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এখানে নায়ক ও খলনায়ক উভয় চরিত্রেই অভিনয় করেছেন খিলাড়ি কুমার।

৫) 2.0 (Robot 2.0)-

রজনীকান্তের সাথে এই ছবিতে পাক্ষি রাজনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আর ভিলেনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।