Koushik Dutta

কর নিয়ে চাপে বাংলা, কেন্দ্রের প্রস্তাবে সায় ১৩ রাজ্যের

করোনা অতিমারি এবং লকডাউনের কারণে রাজ্যের পক্ষ থেকে কর আদায় করা সম্ভব হয়নি। ঘাটতি মেটাতে কিছু দিন আগে দুটি বিকল্প দিয়েছিল কেন্দ্র। এক, কেন্দ্রের কাছ থেকে ঋণ নেওয়া যাবে। দুই, বাজার থেকে সরাসরি ঋণ নিয়ে ঘাটতি মেটাতে হবে। এদিকে বাংলায় এমনিতেও দেনার দায়ে কার্যত ডুবে। এই অবস্থায় কোনও শর্তেই রাজি হয়নি রাজ্য। এদিকে কেন্দ্রের প্রথম শর্তে ইতিমধ্যে রাজি ১৩ রাজ্য। উল্লেখ্য, জিএসটি বাস্তবায়ণ এবং কোভিডের কারণে কর আদায়ে যে মোট ২.৩৫ লক্ষ কোটি টাকা ঘাটতি হয়েছে।