টলিউড,বিনোদন,গসিপ,চন্দন সেন,রাশিয়ান চলচ্চিত্র উৎসব,দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান,Tollywood,Entertainment,Gossip,Chandan Sen,The Cloud and the man,Russian film festival

Moumita

বিদেশের মাটিতে বাংলার জয়, আন্তর্জাতিক মঞ্চে পুরষ্কার পেলেন জনপ্রিয় অভিনেতা চন্দন সেন

তিনি যে জাত অভিনেতা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ কোনোদিনই রাখেননি। সিনেমা, সিরিয়াল হোক কিংবা নাটকের মঞ্চ- সর্বত্র তার অবাধ বিচরণ এবং সিংহসম রোয়াব। তবে এতোদিন বাংলা ইন্ডাস্ট্রি তার প্রতিভার কদর করেনি। তবে ভেতরে প্রতিভা থাকলে সেই কদর একদিন সবাই পায়। ব্যতিক্রম হয়নি চন্দন সেনের ক্ষেত্রেও। বাংলা ছাড়িয়ে সুদুর রাশিয়া থেকে জিতে নিয়ে এলেন পুরস্কার।

   

কথায় আছে গেঁয়ো যোগী ভিখ পায়না গ্রামে। তার ক্ষেত্রেও খানিকটা এমনই ঘটেছিলো। সত্যি বলতে আরও অনেক আগে আমাদের দেশ থেকেই অভিনেতার এই স্বীকৃতি পাওয়ার কথা ছিল। কিন্তু বিদেশ চিনিয়ে না দিলে বাঙালি যে রত্ন চিনতে পারেনা।

২০২১ সালে মুক্তি পেয়েছিলো চন্দন সেন অভিনীত ‘দ্যা ক্লাউড অ্যান্ড দ্যা ম্যান’। মেঘ এবং মনুষ্যের সম্পর্ক নিয়েই এই ছবি। এই ছবি দেখা তো দূর, হয়তো হাতে গোনা কয়েক জনই এই ছবির নাম জানে। আর এই ছবির জন্যই রাশিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা চন্দন সেন (Chandan Sen)।

টলিউড,বিনোদন,গসিপ,চন্দন সেন,রাশিয়ান চলচ্চিত্র উৎসব,দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান,Tollywood,Entertainment,Gossip,Chandan Sen,The Cloud and the man,Russian film festival

তার এই সাফল্যের খবর দু’দিন আগেই ছড়িয়ে পড়েছে টলিপাড়ার কোনায় কোনায়। তরপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে গেছেন অভিনেতা। প্রসঙ্গত ছবিতে চন্দন সেন ছাড়াও অভিনয় করেছিলেন, ব্রাত্য বসু, নিমাই ঘোষ এবং দেবেশ রায়চৌধুরী। সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়।

এইদিন অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়ে প্রখ্যাত অভিনেতা শঙ্কর দেবনাথ লিখেছেন, “চন্দন সেন আজ বিদেশী পুরস্কার পেয়েছে বলে আমি একদমই চমৎকৃত নই। বরং লজ্জিত এই ভেবে যে আমাদের ইন্ডাস্ট্রি ওঁর মতো অভিনেতাকে সেভাবে ব্যবহারই করতে পারল না। অথচ ওর মতো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে ক’জন আছেন তা দূরবীন দিয়ে খুঁজতে হয়।”

খুব কম বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত চন্দন সেন। থিয়েটার দিয়ে হাতে খড়ি হওয়ার পর ছোটো পর্দা, বড়ো পর্দা কোথায় কাজ করেননি তিনি। ‛ব্যোমকেশ ফিরে এল’, ‛ম্যাডলি বাঙালি’ ছাড়াও আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তার দূর্দান্ত অভিনয়। এমনকি ‛আঁচল’, ‛ইস্টি কুটুম’, ‛ইচ্ছে নদী’ ধারাবাহিকেও তার অভিনয় নজর কেড়েছে মানুষের।

তবে একথা খুব কম মানুষই জানেন যে ২০১০ সালে তিনি ফলিকুলার লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু রোগের কাছে মাথা নত না করে এই মারণ রোগকে সঙ্গে করেই তিনি কাজ করেছেন। তার জেদ ও কাজের প্রতি নিষ্ঠার কাছে হারতে হয়েছে এই মারন রোগকেও। বিদেশের মাটিতে পুরস্কার জেতার পর অবশেষে নিজের এই লড়াইয়ের স্বীকৃতি পেলেন অভিনেতা।