Mafin Chakraborty Comeback with Rangamoti Tirandaj Serial

ষ্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন মাফিন চক্রবর্তী, নতুন মেগার প্রমো দেখেই খুশি ভক্তরা

পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই টেলিভিশনের সামনে হাজির সকলে। কেউ জি বাংলা তো কেউ ষ্টার জলসা আবার কেউ কালার্স বাংলা খুলে নিজেদের পছন্দের মেগা দেখতে ভালোবাসেন। যদিও আজকাল টিআরপি কমলেই ধারাবাহিক আর বেশিদিন চলে না। তবে কিছু সিরিয়াল ও তার চরিত্ররা মনে থেকে যায়। এমনই একজন অভিনেত্রী হলেন মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)

একসময় ষ্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত ‘টাপুর টুপুর’। গল্পে পায়েল চরিত্রে অভিনয় করতেন মাফিন চক্রবর্তী। জুটি বেঁধেছিলেন অভিনেতা মাজগ ওঝার সাথে। দুর্দান্ত অভিনয়ের দৌলতে অল্পদিনেই সকলের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। দুজনের কেমিস্ট্রি বেশ পছন্দ ছিল সকলেরই। টাপুর টুপুর শেষ হলে পরবর্তীতে ‘আচঁল’, ‘পটলকুমার গানওয়ালা’ ‘গোয়েন্দা গিন্নি’, ‘কিরণমালা’ এর মত একাধিক ধারাবাহিকেও দেখা মিলেছিল অভিনেত্রীর।

কিন্তু এরপর আর সেভাবে দেখা মেলেনি তাঁর। প্রায় ১৭ বছর টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আচমকাই যেন নিজেকে অভিনয়ের জগৎ থেকে কিছুটা বিচ্ছিন্ন করে নিয়েছিলেন অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত জানা যায়নি! তবে অনেকের ধারণা নিজের নাচের স্কুল খুলেছেন তিনি। সেই কারণেই হয়তো ব্যস্ত হয়ে উঠেছিলেন। তবে সেসব এখন অতীত! কারণ সম্প্রতি খবর মিলেছে আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি।

ষ্টার জলাসার হাত ধরেই কামব্যাক করতে চলেছেন মাফিন চক্রবর্তী। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন মেগা ‘রাঙ্গামতি তীরন্দাজ’ এর প্রোমো। আদিবাসী এক মেয়ের তীরন্দাজ হয়ে অলিম্পিকে যাওয়ার কাহিনীর এক ঝলক দেখেই ভালো লেগে গিয়েছে দর্শকদের। সেই প্রোমোতেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ফ্যানরাও দীর্ঘদিন পর তাঁকে পর্দায় ফিরতে দেখে বেশ খুশি।

আরও পড়ুনঃ মনীষা নয় ‘রাঙামতি তিরন্দাজ’ হতে পারতেন অভীকা! কেন হলেন না? নিজেই জানালেন নায়িকা

প্রসঙ্গত, ‘রাঙ্গামতি তীরন্দাজ’ কবে থেকে বা কটার স্লটে সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি। টেন্ট সিনেমার প্রযোজনায় তৈরী এই ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যাবে নবাগত অভিনেত্রী মনীষা মন্ডলকে। বিপরীতে নায়কের চরিত্রে থাকছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। তবে জানা জানা যাচ্ছে এই ধারাবাহিকের জন্য লুক টেস্টিংয়ে সিলেক্টেড হয়ে গিয়েছিলেন ‘তোমাদের রাণী’ অভিনেত্রী অভীকা মালাকার। কিন্তু পরবর্তীকালে তিনি পিছিয়ে আসেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X