মাত্র ৮ মাসেই বিদায়! রাতারাতি সরানো হল ‘বাংলা মিডিয়ামে’র এই জনপ্রিয় অভিনেত্রীকে

নিউজশর্ট ডেস্কঃ বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন সম্পূর্ণ লাহিড়ী(Sampurna Lahiri)। ‘নজর’ ধারাবাহিকের ডাইনির চরিত্রে অভিনয় করার পর তিন বছর আর কোন সিরিয়ালে কাজ করতে দেখা যায়নি তাকে। অবশেষে স্টার জলসার(Star Jalsa) ‘বাংলা মিডিয়াম'(Bangla Medium) সিরিয়ালের হাত ধরে আবার ক্যামব্যাক করেন অভিনেত্রী। সিরিয়ালের শুরু থেকেই তার চরিত্রের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে।

তবে এবার ৮ মাস পর আচমকাই সিরিয়াল থেকে সরে গেলেন অভিনেত্রী! বৃহস্পতিবার শেষবারের মতো সুহানা চরিত্রের অভিনয় করেছেন তিনি। আর এই প্রসঙ্গে সম্প্রতি জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারের অভিনেত্রী বললেন, “হ্যাঁ আজকে আমার শেষ দিনের শুটিং। এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। চ্যানেল এবং প্রোডাকশন হাউজের সম্মিলিত সিদ্ধান্ত, সেই জন্য আমি NOC দিয়েছি। উনারা আমাকে কোন ভাবে ব্যবহার করতে পারছেন না বলে উনাদের মনে হয়েছে। এই চরিত্রটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না।”

এই কথাটির পরেই আক্ষেপের সুরে অভিনেত্রী বললেন, “যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম, সেই জায়গাটা  ওনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়তো ওনাদের এই কথাটা মনে হয়েছে।:”বাংলা মিডিয়াম সিরিয়ালে ধনী পরিবারের নায়ক বিক্রমের দিদির চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রথমদিকে নেগেটিভ চরিত্র হলেও পরবর্তীকালে পজিটিভ দিক নিয়ে আসা হয় তার চরিত্রের মধ্যে।

এবার হঠাৎ করেই এই জনপ্রিয় অভিনেত্রীকে সিরিয়াল থেকে সরে যেতে হলো। সম্পূর্ণার কথায়, “এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই চরিত্রটা আমার তরফ থেকে ১০০ শতাংশ দিয়েই করেছি। আমি চরিত্রটা নিয়ে আরো আশাবাদী ছিলাম। প্রথম দিন থেকেই তেমনই পরিকল্পনা ছিল, সেটা পূর্ণ হয়নি।” এই মুহূর্তে তিনি আর টেলিভিশনের পর্দায় কাজ করবেন না। এখন বিশ্রাম নিতে চান তিনি। যদিও অভিনেত্রী আশ্বাস দিয়ে বলেছেন খুব শীঘ্রই আবার নতুনভাবে নতুন চরিত্রে তাকে টিভির পর্দায় দেখতে পারবেন দর্শকেরা।

Papiya Paul

X