জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। এই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে গিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টিআরপি তালিকায় বহুদিন শীর্ষস্থানে থাকলেও মাঝখানে কয়েক সপ্তাহের জন্য স্থানচ্যূত হয় মিঠাই। তবে গত সপ্তাহে আবার পুরোনো জায়গা ফিরে পেয়েছে এই সিরিয়াল।
এখানে মিঠাইয়ের অভিনয় বারংবার প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তবে শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী মিঠাই। বর্তমানের টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরা সকলে মাচা অনুষ্ঠানে যুক্ত থাকেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু টাকা উপার্জন করেন তারকারা। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মিঠাই। সেখানে তার পরনে ছিল গোলাপি রঙের সিল্কের শাড়ি। গলায় ভারী নেকলেস এবং কানে ঝোলা দুল পড়েছিলেন অভিনেত্রী। আর এই অনুষ্ঠানে তিনি ‘কলকাতার রসগোল্লা’ গান গেয়েছিলেন। যদিও মিঠাই যে খুব ভালো একটা গান গাইতে পারেন সেটাও দর্শকদের জানিয়েছিলেন।
এদিন গানের সাথেই তার সিরিয়ালের ডায়লগ বলে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এখন সেই পুরনো ভিডিও আবার ভাইরাল হয়ে গিয়েছে। আর এখানে মিঠাইয়ের গান ভালো লেগেছে তার ভক্তদের। প্রসঙ্গত, সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত রায় খুব ভালো গান গাইতে পারেন। বহুবার তিনি খালি গলায় গান গেয়েছেন। আর তার গানের প্রশংসা করেছেন দর্শকেরা।