Entertainment,Bengali Serial,Zee Bangla,Ranga Bou,Kush Pakhi,Gourab Roychowdhury,Shruti Das,বিনোদন,বাংলা সিরিয়াল,জি বাংলা,রাঙা বৌ,গৌরব রায়চৌধুরী,শ্রুতি দাস

Additiya

অভিনেত্রী হওয়ার জন্য গাটস লাগে! ট্রোলারদের সপাটে জবাব দিলেন ‘রাঙা বউ’ ওরফে শ্রুতি দাস

জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হয়েছে ‘রাঙা বৌ'(,Ranga Bou)। ফের জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হয়েছেন গৌরব রায় চৌধুরী(Gourab Roychowdhury) এবং শ্রুতি দাস(Shruti Das)। প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। ফুটে উঠেছে অনাথ গ্রাম্য মেয়ের কাহিনী। ছোট থেকেই যার জীবনে রয়েছে নানান দুঃখ দুর্দশা। বিয়ের পরও বদলায়নি পাখির জীবন।

   

এই ধারাবাহিকে পাখির চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং কুশ চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। এর আগেও একসাথে জি বাংলার পর্দায় দেখা গিয়েছিল তাঁদের। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। তারপর মাঝখানে লম্বা সময়ের বিরতি নিয়েছেন অভিনেত্রী। ‘রাঙা বৌ’ ধারাবাহিকের হাত ধরেই ফের অভিনয় জগতে ফিরলেন তিনি।

এই ধারাবাহিকে দেখা গেছে একপ্রকার পরিস্থিতির চাপে পরেই কুশকে বিয়ে করেছেন পাখি। শশুর বাড়িতে গিয়েও রেহাই নেই তাঁর। একদিকে গ্রাম্য মেয়ে অন্য দিকে গায়ের রং চাপা হওয়ার কারণে উঠতে বসতে সকলের কাছে কথা শুনতে হচ্ছে তাঁকে। অন্যদিকে অভিনেতা গৌরব তথা কুশ বড়োলোকের বাড়ির ছেলে হলেও বাড়ির এক কোণেই পরে থাকতে হয় তাঁকে।

কিছুদিন আগেই এক এপিসোডে দেখা যায়, বৌভাত উপলক্ষ্যে সাজতে বসেছেন পাখি। সাজানোর দায়িত্ব পড়েছে তাঁর জা-দের ওপর। হেভি মেকআপ করে তাঁকে সাজিয়ে তুলেছেন তাঁরা। নিজেকে আয়নায় দেখে নিজেই চমকে ওঠেন পাখি। এরপর সমস্ত মেকআপ ধুঁয়ে ফেলে নিজেই সেজেগুজে সকলের সামনে হাজির হন পাখি।

Entertainment,Bengali Serial,Zee Bangla,Ranga Bou,Kush Pakhi,Gourab Roychowdhury,Shruti Das,বিনোদন,বাংলা সিরিয়াল,জি বাংলা,রাঙা বৌ,গৌরব রায়চৌধুরী,শ্রুতি দাস
আর অভিনেত্রীর এহেন মেকআপ দেখে হাসির রোল উঠল নেট দুনিয়ায়। সম্প্রতি এপ্রসঙ্গেই ইউটিউব চ্যানেল ‘উই স্পট ইউ’-তে মুখ খুলেছিলেন পর্দার কুশ-পাখি। অনেকেই অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা থেকেও পিছু পা হননি। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন ,’ একেবারে ভুত লাগছে, পাখির মত সাজিয়ে তোলা হোক শ্রুতিকে’। আবার অনেকে লিখেছেন,’এমন মেকআপ পাওয়ারই যোগ্য শ্রুতি’। যদিও অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। একজন লিখেছেন ,’ অভিনেত্রী হওয়ার জন্য গাটস লাগে’।