জেট যুগে বাস করলেও একটা বিষয়ে আমরা এখনও পিছিয়ে। সেটা হল সৌন্দর্যের সংজ্ঞা। খুব ছোটবেলা থেকেই আমরা এটা জেনেই বড়ো হই যে, সুন্দর হওয়ার প্রথম শর্ত হচ্ছে ফর্সা গায়ের রং। বিশেষ করে, বাঙালি সুন্দর মেয়ে মানেই পান পাতার মত মুখ হবে এবং গায়ের রং হবে ধবধবে সাদা।
কালো রঙ যেন ব্রাত্য সমাজ থেকে। আর যদি সে হয় একেবারে সাদামাটা তাহলে তো আরোই চলবেনা। বিশেষ করে ‘নায়িকা ম্যাটেরিয়াল’ তো নয়ই। তবে মানুষের এই ধারনাটাই বদলানোর চেষ্টা করে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’।
‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়ালের (Bengali Serial) নায়িকা দীপা একেবারেই সাদামাটা একটা মেয়ে। তার গায়ের রং যথেষ্ট চাপা। প্রথম দিকটা অনেকেই তার দক্ষতার উপর সন্দেহ প্রকাশ করেছিল। তবে গল্পের প্লট এমন করেই এগিয়েছে যে সবাই দীপাকে ভালোবাসতে বাধ্য। আর এই চরিত্রটি নিখুঁত করে ফুটিয়ে তুলেছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।
তবে পর্দার দীপা বাস্তবে কেমন? রিয়েল লাইফেও কি এরকমই? মোটেও না, অভিনয়ের জন্য তাকে এরকম সাজতে হয় সাদামাটা। ব্যক্তিগত জীবনে যে তিনি অনেকটাই আলাদা তা তার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বোঝা যায়।
সম্প্রতি স্বস্তিকার একটি ছবি ব্যপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে চুলে দিয়েছেন হলুদ ফুল। পরনে আকাশী রঙের শাড়ি এবং গাঢ় নীল রঙের ব্লাউজ। নায়িকার আবেদন ও লাস্যময়ী এই রূপে রীতিমতো অবাক দীপা প্রেমীরা। যেন সদ্য প্রস্ফুটিত গোলাপের কুঁড়ি।
স্বস্তিকার এই ছবির কমেন্ট বক্স ভরে উঠেছে নানা ধরনের মন্তব্যে। একজন ইউজার লিখেছেন, ‘কাকে দেখছি?’ অপর একজন লিখেছেন, ‘এ যে নাটোরের বনলতা সেন’। সত্যি কথা বলতে, এই ছবিটিতে সত্যিই অসামান্যা লাগছে তাকে। ঠিক যেন রূপকথার পরী।