বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,গোধূলি আলাপ,টিআরপি,কৌশিক সেন Entertainment,Tollywood,Bengali Serial,Star Jalsa,Godhuli Alap,TRP,Koushik Sen

Papiya Paul

নিন্দুকদের যোগ্য জবাব, এই সপ্তাহে স্লট লিডার ‘গোধূলি আলাপ’, মুখ খুললেন কৌশিক সেন

স্টার জলসার (Star Jalsa) এই সিরিয়াল শুরুর সময় থেকে বারংবার সমালোচনার সম্মুখীন হয়েছে। তবে এবার সব সমালোচনাকে ঝামা ঘষে দিল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। সন্ধ্যে ছটা থেকে শুরু হওয়া সমস্ত সিরিয়ালকে পিছনে ফেলে প্রথম স্থানে পৌঁছে গিয়েছে রাজ চক্রবর্তী প্রযোজিত কৌশিক সেন (Koushik Sen) অভিনীত ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় অভিনয় করছেন কৌশিক সেন।

   

তার বিপরীতে রয়েছে নবাগতা নায়িকা সমু সরকার। এক অসমবয়সী এই জুটির প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছে। আর এই ধারাবাহিকের সাফল্যে খুশি হয়েছেন অভিনেতা। তবে তিনি মনে করেন, সন্ধে ছটার স্লট গোধূলি আলাপের জন্য সঠিক সময় না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, দর্শকরা আর সন্ধ্যে সাতটা থেকে সিরিয়াল দেখতে শুরু করেন। কারণ গরমকালে সন্ধে ছটা নাগাদ সকলে স্কুল, কলেজ, অফিস থেকে ফিরে আসেন।

আর সে সময় ধারাবাহিকের মূল দর্শক মহিলারা ব্যস্ত হয়ে পড়েন। তার ওপর এখন চলছে আইপিএল। তাই অভিনেতা মনে করছেন আরো একটু ভালো স্লট পেলে সিরিয়ালের সাফল্য আরো বাড়তো। এই মুহূর্তে অরিন্দমের সঙ্গে নোলকের রিসেপশনের নানা অনুষ্ঠান নিয়ে পর্ব চলছে। কৌশিকের মতে, যেকোনো নতুন ধারাবাহিক গ্রহণ করতেই দর্শকদের বেশি সময় লাগে।

তাদের এই ধারাবাহিক নিয়ে নানা রকমের নেতিবাচক মন্তব্য আসলেও ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নেবে এটাও মনে করছেন অভিনেতা। তিনি বলেছেন যে একসময় তারা যখন মেগা সিরিয়ালে অভিনয় করতেন, তখন তাদের টিআরপি পেছনে দৌড়াতে হতো না। সেই সময় ভালো গল্প এবং অভিনয় দেখে দর্শকরা সিরিয়াল দেখতেন। কিন্তু বর্তমানে টিআরপির পেছনে দৌড়াতে গিয়ে ভালো গল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আবার এই ধারাবাহিকে তার নায়িকার সমুর অভিনয়ের প্রশংসা করেছেন তিনি।