নিউজশর্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতেই বাংলা টেলিভিশন জগতে কিছু নতুন সিরিয়াল আগমনের খবর সামনে এসেছে। আর নতুন সিরিয়াল আসা মানেই পুরনো সিরিয়াল(Bengali Serial) বন্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যেই টলিপাড়ার অন্দরে পুরনো সিরিয়াল বন্ধের গুঞ্জন শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, জানুয়ারি মাসে বন্ধ হতে চলেছে জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল'(Icche Putul)। বিগত বেশ কিছু মাস ধরেই এই সিরিয়াল বন্ধের বারবার গুঞ্জন উঠলেও দীর্ঘ এক বছর টিকে রয়েছে এই ধারাবাহিক। এমনকি টিআরপি তালিকাতেও প্রথম দশে জায়গা করে নিয়েছিল ইচ্ছে পুতুল।
যদিও কিছুদিন আগেও এই সিরিয়াল বন্ধের কথা উঠেছিল। সে সময় এই সিরিয়ালের কলাকুশলীরা জানিয়েছিলেন পুরো তথ্যটাই গুজব। তাহলে কি এইবারের ক্ষেত্রেও এমনটাই ঘটছে! এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে তরফ থেকে অভিনেতা মৈনাক ওরফে নীলের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি বলেন যে কোন কিছু শুরু হলে তো তার শেষও আছে। এটাতো মানতেই হবে। কিন্তু এই সিরিয়াল এখনই শেষ হচ্ছে কিনা সঠিকভাবে বলতে পারবেন না। তবে তিনি বলেছেন যে যা হবে নিশ্চয়ই ভালই হবে। সেটাই তিনি আশা করছেন। বর্তমান সময়ে বাংলা সিরিয়ালগুলোর ক্ষেত্রে টিআরপি শেষ কথা। তাই জনপ্রিয় তারকা থাকা সত্ত্বেও এমন অনেক ধারাবাহিক আছে যেগুলো শুরু হওয়ার ২ থেকে ৩ মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে।
আগে যেখানে একটি সিরিয়াল তিন থেকে চার বছর চলতো এখন সেক্ষেত্রে ছয় মাস থেকে আট মাস কিংবা কোনটা এক বছর গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার ইচ্ছে পুতুল সিরিয়াল জানুয়ারি মাসে শেষ হবে কিনা তা জানা যাবে খুব শীঘ্রই।