Bengali Serial Lead Actress Replaced amid Durgapuja

আচমকাই নায়িকা বদল! জনপ্রিয় বাংলা মেগার নতুন প্রোমো আসতেই তোলপাড় দর্শক মহলে

পার্থ মান্নাঃ পুজোর মাঝেই অঘটন। রাতারাতি বদলে গেল সিরিয়ালের মুখ্য চরিত্র। কেন এমনটা হল সেই নিয়ে বেশ উত্তেজিত দর্শকমহল। কিছু দিন আগেই সান বাংলায় শুরু হয়েছে ‘বসু পরিবার’ নামক এক ধারাবাহিক। সম্পূর্ণ পারিবারিক একটি গল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই সিরিয়ালটি। এই ধারাবাহিকেই মূল চরিত্র নীলার ভূমিকায় আভিনয় করছিলেন শ্ৰীমা ভট্টাচার্য। কিন্তু এবার জানা যাচ্ছে তিনিই নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন।

পুজোর মাঝেই সিরিয়ালের নায়িকা বদল

নিজের অসাধারণ অভিনয় দিয়ে নীলা চরিত্রটিকে দর্শকের খুব প্রিয় একটি চরিত্র বানিয়ে তুলেছিলেন অভিনেত্রী। তবে তার হঠাৎ এভাবে ধারাবাহিক ছাড়ার খবরে বেশ হতবাক আর হতাশ দর্শকরা। উল্লেখ্য, এর আগে অভিনেত্রীকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের দ্যুতি চরিত্রে ব্যাপক ভালোবাসা দিয়েছিলেন দর্শক। দ্যুতি’র পর নীলা হিসাবে শ্ৰীমাকে নতুন ধারাবাহিকে পেয়ে তার অনুরাগীরা খুব খুশি হয়েছিলেন। কিন্তু হটাৎ কেন মাঝপথে সিরিয়াল ছেড়ে দিলেন অভিনেত্রী?

সম্প্রতি, ‘বসু পরিবার’এর একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে নীলা চরিত্রে দেখা গেছে এক নতুন মুখ। আর সেই প্রোমো প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গেছে দর্শকমহলে। নীলা চরিত্রে এবার থেকে দেখা যাবে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডলকে। যাকে এখনও পর্যন্ত শেষ ‘ধূলোকনা’ সিরিয়ালে দেখা গিয়েছিল। কেন নীলা চরিত্রে হঠাৎ মুখবদল হল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেটিজেনরা সকলেই।

কেন ধারাবাহিক থেকেই বিরতি নিলেন শ্রীমা?

একথার উত্তরে অভিনেত্রী শ্রীমা, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, শুটিংয়ে তিনি চোট পেয়েছিলেন। পায়ের তিনটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এছাড়াও হাঁটুতেও চোট পেয়েছেন। সেই অবস্থাতেও তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শে তাকে রেস্ট নিতে হবে। সেই কারণেই আপাতত তিনমাস বিশ্রামে থাকতে হবে তাকে।

সুতরাং উপায় না পেয়ে বাধ্য হয়েই তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। চিকিৎসক তাকে আগামী তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পুজোর সময় এমন এক ঘটনায় অভিনেত্রীর নিজেরও বেজায় মনখারাপ। এইবছর পুজোয় তার বেড়ানোর সমস্ত পরিকল্পনা তাকে বাতিল করতে হয়েছে। অনুরাগীরা এই খবরে বেশ চিন্তিত। অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তারা এই প্রার্থনাই করছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X