TRP

Moumita

হেরে গেল দীপা-জ্যাজের ম্যাজিক, দর্শক পেল নতুন বেঙ্গল টপার, TRP তালিকায় বড়োসড়ো বদল

একটা সময় লাগাতার বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছিল ‘গৌরী এল’ (Gauri Elo)। তবে মাঝে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) আর ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দাপটে হারিয়ে গেছিল এই সিরিয়ালটি। TRP (Target Rating Point) তালিকায় মূলত এই দুই সিরিয়ালের মধ্যেই চলতে থাকে টানাপোড়েন। এতদিন এই দুটি সিরিয়ালের মধ্যেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে বেশ অনেকটা সময় পর আবার প্রথম স্থান ফিরে পেল এই ধারাবাহিকটি।

   

দিনদিন বদলেছে গল্পের প্লট, বদলেছে চিত্রনাট্য, এসব নিয়ে ট্রোলিং-র শিকারও হয়েছে সিরিয়ালটি। তবে গল্প যে দর্শকদের মনে ধরেছে তা সাপ্তাহিক রিপোর্ট কার্ড থেকেই স্পষ্ট। এই সপ্তাহে সার্বিকভাবে টিআরপি রেটিং কম। তবে তার মধ্যেই সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে সিরিয়ালটি। ৬.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ‘গৌরী এলো’। দ্বিতীয় স্থান দখল করে রেখেছে অনুরাগের ছোঁয়া (৬.৭)।

প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী। ৬.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই মেগা। আর তারপরেই জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু। পর্ণা সৃজনের ঝুলিতে এসেছে ৬.০ পয়েন্ট। আসলে গোটা দত্তবাড়ি যেভাবে মূর্তি উদ্ধার করতে নেমেছে তাতে টিআরপি পয়েন্ট তো বাড়ারই ছিল। ভালো ফল করেছে রাঙা বৌ-ও। ৫.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এই মেগা।

এদিকে বাংলা মিডিয়াম তার ক্যারিশ্মা দেখিয়ে পোঁছে গেছে ষষ্ঠ স্থানে। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.২। সপ্তম স্থানে পঞ্চমী (৫.০)। একটা সময় বেশ কিছুটা এগিয়ে থাকত এই ধারাবাহিক। এক্কা দোক্কাও জায়গা করে নিয়েছে প্রথম দশে। সিরিয়ালটির দখলে রয়েছে ৪.৭ পয়েন্ট। পিছিয়ে নেই ‘হরগৌরী পাইস হোটেল’ও‌। ৪.৬ নম্বর পেয়ে এবার জায়গা করে নিল নয় নম্বরে। আর দশম স্থানে মেয়েবেলা (৪.২) ও গাঁটছড়া (৪.২)।

TRP তালিকার সেরা ১০ সিরিয়ালের তালিকা:

১. গৌরী এলো, প্রাপ্ত নম্বর, ৬.৯

২. দ্বিতীয় অনুরাগের ছোঁয়া, প্রাপ্ত নম্বর ৬.৭

৩. জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৬.৬

৪. চতুর্থ নিম ফুলের মধু, প্রাপ্ত নম্বর ৬.০

৫. রাঙা বউ, প্রাপ্ত নম্বর ৫.৬

৬. বাংলা মিডিয়াম, প্রাপ্ত নম্বর ৫.২

৭. পঞ্চমী, প্রাপ্ত নম্বর ৫.০

৮. এক্কা দোক্কা ৪.৭

৯. হরগৌরী পাইস হোটেল ৪.৬

১০. দশম মেয়েবেলা, প্রাপ্ত নম্বর ৪.২, ও গাঁটছড়া ৪.২।