Arijit

ধোনির মতো ম্যাচ ফিনিশার পেল ভারত, ২০২৩ বিশ্বকাপ কাঁপাবে এই বিধ্বংসী ব্যাটসম্যান

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ধোনির হাত ধরে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে মহেন্দ্র সিং ধোনি। ধোনির হাত ধরেই 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

   

একজন ভালো অধিনায়ক এর পাশাপাশি ধোনি ছিলেন একজন দক্ষ ব্যাটসম্যান। পাঁচ নম্বরে নেমে নিজের ভঙ্গিমায় ম্যাচ শেষ করার দক্ষতা ছিল ধোনির মধ্যে। আর সে কারণেই ধোনিকে বেস্ট ফিনিশার হিসেবেও ডাকা হত। গত বছরই হঠাৎ করে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। আর তারপর থেকে এখনো পর্যন্ত ধোনির মতো ফিনিশারের খোঁজ চালিয়ে যাচ্ছে বিসিসিআই।

সম্প্রতি ধোনির মতই একজন ফিনিশার উঠে আসছে ভারতীয় ক্রিকেটে। তিনি একেবারেই অপরিচিত একজন তরুণ ব্যাটসম্যান, তবে তার দক্ষতা নেহাতই কম নয়। তিনি হলেন তামিলনাড়ুর মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খান। আইপিএলে দীর্ঘদিন পাঞ্জাব কিংসের হয়েও খেলেছেন তিনি।

সম্প্রতি তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন শাহরুখ খান। সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে শেষের দিকে নেমে ব্যাট হাতে 39 বলে অপরাজিত 79 রানের ইনিংস খেলেছেন শাহরুখ খান। এছাড়াও ফাইনালে জয়ের জন্য যখন শেষ বলে পাঁচ রানের প্রয়োজন ছিল সেই সময় ছক্কা মেরে ধোনির মত ম্যাচ জিতিয়ে তামিলনাড়ুকে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন করেছেন শাহরুখ খান।