Bhalobasa Dot Com fame Madhubani Goswami coming in Zee Bangla Didi No 1

দীর্ঘ অপেক্ষার অবসান! ছোটপর্দায় ফিরছেন ‘ভালোবাসা ডট কম’ খ্যাত মধুবনী গোস্বামী

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। একসময় ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালের জেরে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই থেকে আজও দর্শকদের পছন্দের নায়িকার তালিকাতেই রয়ে গিয়েছেন তিনি। পরবর্তীকালে বিয়ের পর থেকে বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে এবার জানা যাচ্ছে, জি বাংলার হাত ধরেই কামব্যাক করতে চলেছেন তিনি।

অভিনেতা রাজা গোস্বামীকে বিয়ে করেছেন মধুবনী। ইতিমধ্যেই তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। তাকে মানুষ করার জন্য মূলত পর্দা থেকেই দূরে ছিলেন তিনি। যদিও কিছু মেগাতে ক্যামিও চরিত্রে তার দেখা মিলেছিল। তবে দর্শকদের অনেকেই চাইছিলেন যে পর্দায় ফিরুন অভিনেত্রী। এবার সেটাই হতে চলেছে।

ভাবছেন নতুন কোনো মেগাতে দেখা যাবে মধুবনীকে? আসলে ব্যাপারটা তেমন নয়। সিরিয়ালে নয় বরং জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নং ১’ এর রবিবারের পর্বে আসছেন মধুবনী। ইতিমধ্যেই সেই বিশেষ পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে। এদিন ছেলে কেশবকে নিয়েই খেলতে আসবেন তিনি।

আরও পড়ুনঃ কার জন্য ভাঙছে সংসার? নতুন প্রেমের গুঞ্জনের মাঝেই যীশুর প্রেমিকার পরিচয় জানালেন নীলাঞ্জনা!

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি একটি হেয়ার ও বিউটি সেলনের মালিক মধুবনী। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই বিভিন্ন যোগাড় সম্পর্কেও জানিয়ে থাকেন তিনি। যেমন সম্প্রতি হেয়ার স্ট্রেটনিংয়ের একটি অফার নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ছেলেকে কোলে নিয়ে হাসি মুখেই দেখা যাচ্ছে মধুবানিকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X