রাতারাতি এক গানের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার(Social Media) সেনসেশন। আর এখন সোশ্যাল মিডিয়ার পর বিনোদন জগতেও সেলিব্রিটিতে পরিণত হয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর(Bhuaban Badyakar)। এখন তিনি বিলাসিতার সঙ্গে জীবন কাটাচ্ছেন। ধুতি পাঞ্জাবি ছেড়ে পরনে তুলেছেন রংবেরঙের ব্লেজার। বিভিন্ন অনুষ্ঠানে ভুবন বাবুর উপস্থিতি হলো মূল আকর্ষণীয় বিষয়।
তবে এবার গানের পাশাপাশি অভিনয়ে নাম লেখাতে চলেছেন তিনি। এবার যাত্রাপালতে অভিনয় করতে চলেছেন বাদাম কাকু। ইতিমধ্যে সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি একটি ভিডিও বার্তাতেও যাত্রাপালায় অভিনয় করার কথা জানিয়েছেন ভুবনবাবু নিজেই। এই যাত্রাপালার নাম ‘খোকাবাবুর খেলাঘর।’ এই বছরই এই যাত্রাপালা দেখা যাবে। অন্তত আয়োজকদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
গানের সাথে সাথে এই প্রথমবার যাত্রায় অংশগ্রহণ করছেন তিনি। আসলে রাতারাতি তিনি এত জনপ্রিয় হয়ে পড়েছেন যে যাত্রাপালাতে এখন তাকে প্রয়োজন হচ্ছে। কিছুমাস আগেই ভোটের প্রচারে দেখা গিয়েছিল ভুবন বাবুকে। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি। তখন অবশ্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি রাজনীতিতে নামছেন কিনা? এই প্রশ্নের উত্তরে তার জবাব ছিল, তিনি এখন সেলিব্রিটি। তাই তাকে প্রচারে ডাকা হয়েছে।
তবে যাত্রাপালাতে তাকে অংশগ্রহণ করানো মূল উদ্দেশ্যই হল মানুষকে আকর্ষণ করে। যেভাবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন সেখানে গ্রামবাংলার মানুষের তাকে বেশ পছন্দ। বর্তমানে যাত্রাপালা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই আয়োজকরা সেলিব্রেটি হিসেবে ভুবনকে ব্যবহার করতে চেয়েছেন। ভুবনবাবু নিজেও এই বিষয়টি নিয়ে অত্যন্ত আশাবাদী।