বিনোদন,টলিউড,বাংলা ছবি,বিক্রম চ্যাটার্জি,শোলাঙ্কি রায় Entertainment,Tollywood,Bengali Movies,Bikram Chatterjee,Solanki Roy

অপেক্ষার অবসান, ৫ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধছেন সকলের প্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি!

বিনোদন জগতে এমন কিছু ধারাবাহিক থাকে, যেগুলো মানুষের মনে থেকে যায় বহুদিন। ঠিক যেমন, আজ থেকে প্রায় ৫ বছর আগে শেষ হওয়া ষ্টার জলসার(Star Jalsa) এক জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ইচ্ছে নদী'(Icche Nodi), এই ধারাবাহিকে অভিনয় করতেন বিক্রম চ্যাটার্জি(Bikram Chatterjee), সোলাঙ্কি রায়(Solanki Roy), শ্রীতমা ভট্টাচার্য। বিক্রম ও শোলাঙ্কির জুটি বেশ পছন্দ করতেন দর্শকেরা।

বেশ কয়েক বছর চলেছিল এই সিরিয়াল। এখানে অভিনীত প্রত্যেকটি চরিত্রের অভিনয় পছন্দ করতেন দর্শকেরা। তবে এবার এই জুটিকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। তবে ছোট পর্দায় নয়, বরং বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি। যেখানে নায়কের ভূমিকাতে দেখা যাবে বিক্রমকে। দুজনকে একসাথে পর্দায় দেখার খবরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

এই ছবির পরিচালনা করছেন অরিত্র সেন। এই ছবি প্রযোজনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই সিনেমার দিনে ‘শহরের উষ্ণতম দিনে!’ ইতিমধ্যেই এই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি। এখানেও তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

কিছুদিন আগে যীশুর বিপরীতে ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবিও বেশ সুপারহিট হয়েছিল। তবে এবার নতুনভাবে বিক্রম ও শোলাঙ্কিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। এর আগেও বহুবার এই জুটিকে একসাথে পর্দায় দেখতে চেয়েছেন দর্শকেরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। ৫ বছর পরে এবার এই জুটি কি কামাল দেখায় সেটা সময় বলবে।

Avatar

Papiya Paul

X