Bill Gates

Additiya

ধনকুবের হয়েও মাটির মানুষ! ভারতে এসে টোটো চালালেন বিল গেটস, ভিডিও দেখে উচ্ছসিত দেশবাসী

মাত্র কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন মাইক্রোসফটের (Microsoft) সহ প্রতিষ্ঠাতা এবং ধনকুবের বিল গেটস(Bill Gates)। এদেশে তিনি বৈঠক করেছেন একাধিক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্মৃতি ইরানি। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। রতন টাটা সহ আরও অনেকেই। তবে সবচেয়ে বড় চমক দেখা গেল তাঁর সোশ্যাল মিডিয়ায়। এদেশের রাস্তায় সমহিমায় টোটো চালালেন তিনি।

   

হ্যাঁ শুনতে অবাক লাগলেও এ কথা একেবারেই সত্যি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধনকুবেরের একটি ভিডিও। আর সেই ভিডিও দেখে অবাক গোটা দেশ তথা গোটা বিশ্ব। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও তুলে ধরেছেন ধনকুবের। মুহূর্তের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে সেই ভিডিও।

একেবারে শুট টাই পরেই টোটো চালালেন ধনকুবের বিল গেটস। তাঁকে এভাবে দেখে প্রশংসা করেছেন সাধারণ মানুষ। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে বিল গেটস লেখেন, ‘জীবনে এক অন্যরকম অভিজ্ঞতা। আপনাদের কি জানা আছে কোন জিনিসের তিনটি চাকা শূন্য নির্গমন এবং শূন্য আওয়াজ আছে?’ এরপরই  ভিডিওটিতে দেখা যাচ্ছে টোটো চালাচ্ছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

এমনকি ওই ভিডিও সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতা কিশোর কুমারের একটি গান। শেয়ার করা হয়েছে গাড়ির একাধিক ফিচার। একই সঙ্গে ধনকুবের লিখেছেন, ‘জীবনে এমন অনেক কিছুই আছে যা আমাদের নতুন করে শিখতে হয়। কৃষি থেকে পরিবহন সবকিছুতেই থাকে নতুন আপডেট ছোঁয়া’। তাঁর সংযোজন, ‘ভারত সফর আমার ভীষণ প্রিয়। তাদের উদ্ভাবন ক্ষমতা দেখে আমি বারবার অবাক হই’।

বিল গেটস এর এই পোস্ট নিজে টুইটার একাউন্টে তুলে ধরেছেন আনন্দ মাহিন্দ্রা। তিনি ক্যাপশনে লেখেন, ‘তোমার ইচ্ছে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তুমি যে আমাদের নতুন সংস্করণ ট্রেও চালিয়ে দেখেছো তাতেই আমি আপ্লুত। এর পরের বার যখনি তুমি ভারতে আসবে তখন আমি তুমি এবং শচীন টেন্ডুলকার এই ইলেকট্রিক গাড়ি নিয়ে প্রতিযোগিতা করব’।