Koushik Dutta

মমতার হাত শক্ত করেও গুরুং তুললেন সেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি

পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন না বিমল গুরুং। এদিন শিলিগুড়ির এক প্রকাশ্য জনসভায় তিনি জানিয়েছেন গোর্খাল্যান্ডের দাবি। সেই সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের পাশের থাকার কথাও বললেন তিনি৷ বিজেপিকে আক্রমণ করে গুরুং বলেছেন, ‘মোর্চার ভোটে জয়লাভ করেও পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করতে উদ্যোগ নেননি নরেন্দ্র মোদী। পাহাড়ের ১১ টি জনজাতিকেও স্বীকৃত দেয়নি তারা।’