Papiya Paul

কালীপুজোর সন্ধ্যায় উদ্দাম নাচ বিজেপি বিধায়ক কৌশিকের, বিতর্ক রাজনৈতিক মহলে

বিধানসভা নির্বাচনের আগে সোনার বাংলা গড়ার কথা বলেছিলেন বিজেপি। ক্ষমতায় আসার জন্য হিন্দুত্ববাদকে হাতিয়ার করেছিলেন তারা।কিন্তু তার পরেও তৃণমূলের কাছে গো-হারান হেরে যেতে হয়েছিল তাদের। এবার সোনার বাংলা লোকগীতি গেয়ে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় মনোরঞ্জন করার চেষ্টা করলেন সকলের। ইতিমধ্যেই বিধায়কের নাচের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে, যদিও ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।

   

কিন্তু বিধায়কের এহেন নাচের ভিডিও ভাইরাল হতে না হতেই তৃণমূল থেকে উঠেছে প্রশ্ন। শুক্রবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কৌশিক বাবু। মঞ্চে উঠে স্বর্ণালী সন্ধ্যায় নিজেকে নতুন ভাবে মেলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। মাইক্রোফোন হাতে জনপ্রিয় লোকগীতি, “ফিরে যদি আসি মাগো জন্ম দিস তোর গর্ভে আমার”, গানটি গাইলেন।

শুধু গান গেয়েছেন তা কিন্তু নয়, গানের সাথে সাথে নাচও করেছেন উদ্দাম। এরপরে বিজেপির কর্মকাণ্ড নিয়ে ময়নাগুড়ির তৃণমূল নেতা মনোজ রায় প্রশ্ন তোলেন, “কিভাবে এমন কাজ করেছেন তিনি। প্রতিটি মানুষ আন্দাজ করতে পেরেছেন তিনি অপ্রকৃতস্থ ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সামনে রেখেই রকম নাচ কোনদিন দেখিনি। ময়নাগুড়ি সংস্কৃতিকে ধ্বংস করার পথে নেমেছেন তিনি। একজন বিধায়ক হয়ে ময়নাগুড়ির মান সম্মানকে একেবারে ধুলোর মিশিয়ে দিলেন”।

এই বিষয়ে কৌশিক বাবু সাফাই দিয়েছেন, “পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ করলে অবশ্যই যেতে হবে। এমন কিছু কাজ করা হয়নি যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তৃণমূলের চক্রান্ত এটি। ওরা সম্পূর্ণ দলবাজি করছে”।