বিনোদন,বলিউড,বলিউড স্টোরি,কার্তিক আরিয়ান,স্ট্রাগলের গল্প,Entertainment,Bollywood,Bollywood Story,Kartik Aaryan,Struggle Story

Papiya Paul

কেউ পাহাড়াদার তো কেউ ধনেপাতা বিক্রি করেছেন, রইল বলিউডের এই ৫ বহিরাগত তারকার স্ট্রাগলের কাহিনী

বলিউডে (Bollywood) যেসব তারকারা বহিরাগত তাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। অনেক কাঠখড় পোড়ানোর পর সফল জায়গায় এসে পৌঁছেছেন তারা। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) তার ‘ভুলভুলাইয়া টু’ ছবির অসাধারণ সাফল্যের পর তিনি প্রযোজকদের পছন্দের তালিকায় নাম লিখে ফেলেছেন।

   

আর তাই তো এই ছবির প্রযোজক ভূষণ কুমার খুশি হয়ে তাকে পাঁচ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। তবে একসময় এই অভিনেতায় ইন্ডাস্ট্রির ঝা চকচকে ইভেন্টে অটো করে পৌছাতেন। এই বিলাসবহুল গাড়ির কথা, কল্পনাও ভাবতে পারেননি তিনি।

এমনই আরেক অভিনেতা হলে নাওয়াজুদ্দিন সিদ্দিকি। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করতে প্রচুর কষ্ট করতে হয়েছে তাকেও। দীর্ঘ ১২ বছর স্ট্রাগলের পর বলিউডে নিজের জায়গা গড়ে তুলতে পেরেছেন তিনি। হিরো সুলভ চেহারা না থাকার জন্য অনেক অপমান ও সহ্য করেছেন তিনি। এক্টিং স্কুলের ফি দেওয়ার জন্য তাকে নানা ধরনের কাজ করতে হয়েছে। কখনো তিনি ধনেপাতা বিক্রি করেছেন আবার কখনো পাহারাদারের কাজ করেছেন।

বলিউডের আরেক প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। অভিনয় জগতে আসার আগে তিনি একসময় পারলে জি বিস্কুট বিক্রি করতেন। সেই সময় তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১৮ টাকা।

প্রতিভাবান অভিনেতাদের তালিকাতে  আরেক জনপ্রিয় নাম হলেন আয়ুষ্মান খোরানা। অভিনেতা হওয়ার আগে তিনি রেডিও জকি ছিলেন। এমনকি বেশ কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেতা।

বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হলেন অমিত সাধ। যদিও অভিনয় দক্ষতা থাকলেও এখনো সেভাবে নিজেকে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেননি তিনি। তবে এইটুকু জায়গা করতে এই প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাকে। এমনকি এই স্ট্রাগলের দিনে লোকের বাড়িতে বাসন পর্যন্ত ধুয়েছেন অভিনেতা।