Rita Koiral

Moumita

‘মুম্বাই ঢুকতে দেব না, কলকাতাতেও কাজ পাওয়া বন্ধ করে দেব’, রিতাকে এই কারণে এমন হুমকি দিয়েছিলেন অনুমপ খের!

২০১৯ সালের ১৯ নভেম্বর মারা যান বাঙালি অভিনেত্রী রিতা কয়রাল(Rita Koiral)। মারণরোগ বাসা বেঁধেছিল তাঁর যকৃতে। আর মৃত্যুর ঠিক কয়েকবছর আগেই এক গুরুতর অভিযোগ এনেছিলেন বলি তারকা অনুপম খেরের(Anupam Kher) বিরুদ্ধে। আর তার সাথে জড়িয়ে ছিলেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparna Ghosh) একটি ছবি।

   

অভিনেত্রীর দাবি ছিল, মুম্বাইয়ের মাটিতে বসে রীতাকে রীতিমত শাসিয়ে ছিলেন অনুপম খের। রিতার দাবি অনুযায়ী, অনুপম খের নাকি তাকে মিথ্যাচার করার জন্য জোর দিয়েছিলেন। এমনকি তার কথা মত না চললে রিতার কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, রিতার অভিযোগের কেন্দ্রে ছিল ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’ এবং অভিনেত্রী কিরণ খের। আর এই ছবির প্রযোজক ছিলেন অনুপম খের। এই ছবির জন্য জাতীয় পুরষ্কার উঠে এসেছিল কিরণের হাতে। আর কিরণের গলার ডাবিং করেছিলেন খোদ রিতা কয়রাল।

টলিউড,বলিউড,গসিপ,বিতর্ক,অনুপম খের,রিতা কয়রাল,কিরণ খের,বাড়িওয়ালি,Tollywood,Entertainment,Gossip,Controversy,Anupam Kher,Rita Koiral,Kiran Kher

জাতীয় পুরস্কার অনুষ্ঠিত হওয়ার আগে রিতা জানতে পারেন তাঁর নাম ডাবিং আর্টিস্ট হিসেবে যায়নি। প্রথম দিকটা মাথা না ঘামালেও পরে তিনি খবর পান, তিনিও জাতীয় পুরষ্কার পেতে পারেন। তখন বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেন। এর জন্য নাকি মুম্বই থেকে তাঁকে শাসিয়েছিলেন অনুপম খের।

টলিউড,বলিউড,গসিপ,বিতর্ক,অনুপম খের,রিতা কয়রাল,কিরণ খের,বাড়িওয়ালি,Tollywood,Entertainment,Gossip,Controversy,Anupam Kher,Rita Koiral,Kiran Kher

রিতার কথায় অনুপম নাকি তাকে বলেছিলেন, ‘বাড়িওয়ালি’র জন্য যে টাকা ডাবিং করে পেয়েছ, সেটা আসল টাকা নয়। তোমার জন্য আরও অনেক টাকা নির্ধারণ করা আছে। কিন্তু তুমি বলতে পারবে না কিরণের ডাবিং তুমি করেছ। আর যদি তুমি সেটা না করো, তোমাকে মুম্বইয়ে ঢুকতে দেব না। কলকাতাতেও তুমি কীভাবে কাজ পাও, তা আমি দেখে নেব।’

টলিউড,বলিউড,গসিপ,বিতর্ক,অনুপম খের,রিতা কয়রাল,কিরণ খের,বাড়িওয়ালি,Tollywood,Entertainment,Gossip,Controversy,Anupam Kher,Rita Koiral,Kiran Kher

মৃত্যুর আগে জনপ্রিয় এক টক শো-তে এসে এই কথা শেয়ার করেন তিনি। আসলে রিতার ধারণা ছিল, অন্য কেউ কণ্ঠ দিয়েছেন এটা সামনে এলে কিরণ জাতীয় পুরস্কার পেতেন না। আর তাই নাকি অনুপম এমনটা করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষও নাকি নানা জায়গায় এই বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন।