Aayushman Khurana

Moumita

জাত অভিনেতা একেই বলে, কমেডির মাধ্যমেই এই ৫ টি সিনেমায় গুরুতর বিষয়কে তুলে ধরেছেন আয়ুষ্মান

বলিউডের (Bollywood) অন্যতম বহুমুখী প্রতিভাধর অভিনেতা হলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)। বিভিন্ন ছবিতে অভিনয়ের গুণে তিনি মন কেড়েছেন সবার। ইতিমধ্যেই হাসিল করে নিয়েছেন জাতীয় পুরষ্কার। তবে একটা বিষয় লক্ষ করেছেন কি, আয়ুষ্মান যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন, প্রায় সবকটির মাধ্যমেই কোনো না কোনো সামাজিক বিষয়কে সবার সামনে তুলে ধরেছেন।

   

১. ডক্টর জি : অভিনেতাকে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ডক্টর জি-তে একজন পুরুষ গাইনোকোলজিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও বিষয়টা এতটাও সহজ নয়, গল্পে রয়েছে নানা ধরনের টুইস্ট।

২. শুভ মঙ্গল জাদা সাবধান : এই ছবিতে আয়ুষ্মান খুরানাকে একটি সমকামী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রাণপন লড়াই করে আছে।

৩. ভিকি ডোনার : ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক কমেডি ছবি হল ভিকি ডোনার। সম্পূর্ণ ভিন্ন ধারার একটি ছবি এটি। ছবিতে ভিকি একজন শুক্রানু দাতার ভূমিকায় অভিনয় করেন।

৪. বাধাই হো : ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি একটি কমেডি ড্রামা। ছবিতে আয়ুস্মানের মা গর্ভবতী হন। আয়ুষ্মান পরিবারের বড় ছেলে। এমতাবস্থায় কীভাবে গোটা পরিবারকে সমালাবে সে, সেটাই দেখার।

৫. বালা : এটিও একটি রোম-কম ড্রামা। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার এবং ইয়ামি গৌতম। এই ছবিতে বালা চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। যিনি টাক পড়া (অ্যালোপেসিয়া) নামক রোগে ভুগছিলেন।