বিনোদন,বলিউড,বলিউড গসিপ,নওয়াজউদ্দিন সিদ্দিকী Entertainment,Bollywood,Bollywood Gossip,Nawazuddin Siddiqui

Papiya Paul

‘তোমায় সিনেমায় দেখাতে তো বাড়তি আলো লাগবে’, গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হন নওয়াজউদ্দিন

বলিউডে(Bollywood) স্পষ্টবক্তা হিসেবে পরিচিত তার। আর এই স্পষ্ট বক্তব্যর জন্য বিতর্কিত হন অভিনেতা। এখানে কথা হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে(Nawazuddin Siddiqui) নিয়ে। ইদানিং তিনি বলিউডের একাধিক খারাপ কাজকর্ম নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন যে দর্শকদের ভালো চিত্রনাট্যের বোঝার ক্ষমতা হারিয়ে গেছে। আসলে এই কথার মাধ্যমে তিনি দক্ষিণের সিনেমার দিকে আঙুল তুলেছেন।

   

তবে এবার অভিনেতার সঙ্গে বলিউডের দুর্ব্যবহারের এক কাহিনী উঠে এসেছে। সেসময় তিনি যে চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছিলেন সে কথাই তুলে ধরেছেন অভিনেতা। তখন বলিউডে নতুনদের দলের নাম লিখিয়েছেন অভিনেতা। পরিচালক, প্রযোজকদের দরজায় হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন কাজের জন্য। যেখানে বারবার তার চেহারা নিয়ে কটুক্তির শিকার হয়েছেন তিনি।

কোথাও তাকে বলা হয়েছে তার জন্য সময় নষ্ট করা বৃথা। আবার কেউ গায়ের রং নিয়ে বাজে মন্তব্য করেছেন। এর মধ্যেই জীবনের সবচেয়ে বড় অপমানটিকেও সহ্য করতে হয়েছে অভিনেতাকে। এক সাক্ষাৎকারে তার এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন নওয়াজ। তিনি বলেন যে ছোটপর্দায় কাজ খোঁজার জন্য তিনি এক নির্মাতাদের সঙ্গে দেখা করেন। আর সেখানে নির্মাতারা তার মুখের ওপর বলেন, ‘তোমায় নিলে তো আমাদের খরচ আরো বেড়ে যাবে। কারণ পর্দাই তোমাকে দেখাতে হলে বাড়তি আলো লাগাতে হবে সেটে।’

গায়ের রং নিয়ে এহেন অপমান মুখ বুঝে সহ্য করতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। তবুও কিন্তু তিনি থেমে যাননি। লাগাতার কাজের চেষ্টা করে যান। এরপর ধীরে ধীরে এই চেষ্টার পর অবশেষে তার ভাগ্যের চাকা ঘোরে। প্রায় এক দশক লড়াইয়ের পর এখন বলিউডের ছবি, ওয়েব সিরিজে অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। আগে যেখানে সিনেমায় তাকে দেখে বাতিল করে দেওয়া হতো, আর এখন সেই নওয়াজ ২০০ ছবির মধ্য থেকে মাত্র পাঁচটি ছবি বেছে নেন।