বলিউড,বিনোদন,গসিপ,নীল নিতিন মুকেশ,সাক্ষাৎকার,টলিউড,থ্রিলার ছবি,রিমেক,Bollywood,Entertainment,Gossip,Nill Nitin Mukesh Interview,Thriller Movie,Remake

Moumita

‘ভালো থ্রিলার বানানোর ক্ষমতা নেই, রিমেক ভাঙিয়ে খাচ্ছে,’ বলিউড নিয়ে বিষ্ফোরক মন্তব্য নীল নিতিন মুকেশের

ন’য়ের দশক, সিলভার স্ক্রীনে এক নতুন নায়কের উত্থান। বলিষ্ঠ সুঠাম চেহারা, এক মাথা চুল, আকর্ষণীয় চেহারার অধিকারী নীল নিতিন মুকেশ কেরিয়ারের শুরুতে দূর্দান্ত সব ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। ‘জনি গদ্দার’ ছবির হাত ধরে শুরু হয় তার পথচলা। বলিউডে যেখানে সবাই অ্যাকশন, রোমান্স জাতীয় সিনেমা দিয়েই ডেবিউ করতে পছন্দ করে সেখানে তিনি নিয়ে এসেছিলেন সম্পূর্ণ ভিন্নরূপী এক থ্রিলার‌। নীল অভিনীত এই ছবিটির সাথে জেমস হ্যাডলি চেজের উপন্যাসেরই বেশি সাযুজ্য ছিল বলে মনে করেন অভিনেতা। তবে বলিউড থেকে দীর্ঘদিন দূরে থাকলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে করা তার কিছু মন্তব্য আবারও খবরের শিরোনামে এনে দিয়েছে তাকে।

   

অভিনেতার দাবি, থ্রীলার কাকে বলে তা বোঝেইনা বলিউড, এই দূর্দান্ত ঘরানার ছবি করার ক্ষমতা নেই বি টাউনের। নীল নিতিনের কথায়, ‘‘বলিউড কোনও মৌলিক ছবি বানানোর দিকে যাচ্ছেই না। বিষয়ের দিক থেকেও নতুন কোনও ভাবনা নেই। কেবল পুরনো ছবির রিমেক বানিয়ে যাচ্ছে। কারণটাও যদিও স্পষ্ট। পুরনো জিনিস নিয়ে কাজ করা নিরাপদ।’’ নীল নিতিনের দাবি, থ্রিলারের বহু ভাগ রয়েছে, একটা ভালো থ্রিলার বানাতে গেলে তার জন্য করতে হয় প্রচুর গবেষণা। আর বলিউড সেই দিকে মোটেও হাঁটতে চাইছেনা।

প্রসঙ্গত, যতদিন বলিউডে কাজ করেছেন তিনি সেই সময়ে বহু সুপারহিট থ্রিলার ছবিতে কাজ করেছেন তিনি। ‘আ দেখে জরা!, মধুর ভান্ডারকরের ‘জেল’, এবং সুধীর মিশ্রের ‘তেরা কেয়া হোগা জনি’-র মতো জনপ্রিয় ছবি রয়েছে এই তালিকায়। নীল জানান, বক্স অফিসে বেশ ভালো রকম সাফল্য এনে দিয়েছিলো ছবিগুলি। অর্থাৎ ভালোভাবে পরিবেশন করতে পারলে এই ঘরানার দারুন ক্রেজ রয়েছে দর্শকমহলে।

কথাপ্রসঙ্গে উঠে আসে বলিউডের রিমেক বানানোর ধুম নিয়ে, এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘‘থ্রিলারের মধ্যেও তো বিভিন্ন ধরন রয়েছে। যেমন মনস্তাত্ত্বিক থ্রিলার, রাজনৈতিক থ্রিলার, অতিপ্রাকৃত থ্রিলার ইত্যাদি। আমরা কেন সেগুলোর অন্বেষণ করছি না? আমরা এখনও মৌলিক ধারণা এবং বিষয়বস্তু নিয়ে আসার পরিবর্তে ছবির পুনর্নির্মাণ করছি। বলিউডেরও মৌলিকত্ব আছে, কিন্তু আমি মনে করি যে, আমরা নিরাপদে খেলতে পছন্দ করি।’’ জানিয়ে রাখি বিগত বেশ কিছু বছর বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে‌ এবং সেখানে ব্যাপক জনপ্রিয়তাও কুড়িয়েছেন তিনি।