বিনোদন,বলিউড,সোনু সুদ,ভিলেন চরিত্র,অভিনেতা Entertainment,Bollywood,Sonu Sood,Villian,Actor

Papiya Paul

নিষ্পাপ চেহারার এই শিশুটি এখন বলিউড-সাউথের জনপ্রিয় গুন্ডা, ছবি দেখে চিনতে পারলেন অভিনেতাকে!

বলিউডে (Bollywood) শুধু হিরো বা হিরোইন নয়, ভিলেনদের অভিনয় নিয়েও চর্চা চলতে থাকে। এমনই কিছু অভিনেতা রয়েছেন যাদের চেহারা থাকা সত্ত্বেও পরিচালকের কথামতো ভিলেনের (Villain) চরিত্রে অভিনয় করতে হয়েছে। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোনু সুদের (Sonu Sood) ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সোনু সুদের জীবনের গল্প।

   

এই অভিনেতাকে হিরো হিসেবে নয়, বরং ভিলেনের চরিত্রে দেখতে বেশি পছন্দ করেছেন দর্শকেরা। বলিউড, টলিউড, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি সব জায়গাতেই ভিলেন চরিত্রে তিনি খুব জনপ্রিয়। তবে রিল লাইফে তিনি খলনায়ক হলেও তিনি কিন্তু নায়ক। সেই করোনা মহামারীর শুরু থেকে তিনি বহু মানুষকে নানাভাবে সাহায্য করেছেন। আর এইভাবেই তিনি হয়ে উঠেছেন গরিবের মসীহা। তার ফ্যান ফলোইং সংখ্যাও প্রচুর।

তিনি ১৯৭৩ সালের ৩০ জুলাই পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। পরে তিনি পড়াশোনা করার জন্য নাগপুরে চলে গিয়েছিলেন। নিজে পাঞ্জাবি হয়েও তিনি তেলেগু মেয়েকে বিয়ে করেছিলেন। ১৯৯৬ সালে সোনালীকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি। তিনি প্রথমে মডেলিং এর কাজ করতেন। এরপরে অভিনয় কাজের সুযোগ পান।

এই অভিনেতা হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ভাষাতে কাজ করেছেন। তিনি মিস্টার ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন। দরিদ্রকে সাহায্য করার জন্য অভিনেতা ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ চালান। লকডাউনের সময় প্রচুর মানুষকে তিনি সাহায্য করেছিলেন। কাউকে ফিরিয়ে দেননি অভিনেতা। আর এই মহান কাজের পরও তিনি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।