Papiya Paul

অবিবাহিত থেকেই জন্ম দিলেন ফুটফুটে সন্তানের, সমাজের পরোয়া না করেই মা হলেন এই বলিউড অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ ২০২৩-এর শুরুর থেকে একের পর এক বলিউড(Bollywood) অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এবার এই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘ইলিয়ানা ডি ক্রুজ'(Ileana D’Cruz)। কিছুদিন আগে তিনি তার মা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। গত পয়লা আগস্ট অভিনেত্রী এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন।

   

তবে তার প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসা মাত্রই কটাক্ষ করেছেন নেটিজেনরা। এর কারণ হলো বিয়ের আগেই মা হয়ে গেছেন তিনি। এমনকি প্রকাশ্যে আনেননি বাবার নাম। এখনো পর্যন্ত পিতৃপরিচয় ছাড়াই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার সঙ্গীর খবর এখনো জানা যায়নি।

কিছুদিন আগে শোনা গিয়েছিল ইলিয়ানা নাকি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন। যদিও অভিনেত্রী এই বিষয়ে কোন মন্তব্য করেননি। কিন্তু দুজনকে একসাথে ঘুরতে দেখে দুয়ে দুয়ে চার করে দিয়েছেন নেটিজেনরা। তবে একেবারেই যে অভিনেত্রী তার প্রেমিকের ছবি প্রকাশ্য আনেননি তা কিন্তু নয়।

মাঝেমধ্যে আবছা ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘মাঝেমধ্যে ভুলে যাই যে নিজের প্রতি আমার আর একটু সহৃদয় হওয়া উচিত। সে সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করেন।’ প্রায়শই প্রেমিকের নামে প্রশংসা করেন তিনি। এদিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এখনো গোপন রয়েছে পিতৃ পরিচয়। শনিবার সদ্যোজাত সন্তানের ঘুমন্ত ছবি শেয়ার করেছেন বলিউডের ‘বরফি’ অভিনেত্রী।

এর সাথে তিনি জানিয়েছেন তার সন্তানের নাম। সন্তানের জন্ম তারিখ সমেত তিনি নাম লিখেছেন,  ‘কোয়া ফিনিক্স ডলান’। ক্যাপশনে লিখেছেন, “আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।” তার ছেলের মুখ দেখতে পেয়ে খুশি হয়েছে অভিনেত্রীর ভক্তরা।