বলিউড মানেই গ্ল্যামার, ঝা চকচকে আলোর ছটা, রঙিন জীবনের হাতছানি। এই গ্ল্যামার দুনিয়া যত না মানুষের নজর কাড়ে তার চেয়েও বেশি নজর কাড়ে গ্ল্যামার দুনিয়ায় বসবাস করা এই মানুষগুলোর ব্যক্তিগত জীবন। অনুরাগীরা তাদের প্রিয় তারকাদের জীবনে ঘটে যাওয়া সুক্ষ্মতিসুক্ষ্ম বিষয়টিকেও জানতে আগ্রহী হয়ে পড়েন।
বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের অভিনয় জীবন শুরু করেছিলেন দূর্দান্ত ভাবে কিন্তু এক সময় সাফল্যর ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েন তারা। এমতাবস্থায় নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই সব অভিনেত্রীরা। কিছু কিছু সুন্দরী অভিনেত্রী আছেন যারা সমাজের প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ীদেরকে বিয়ে করে বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করছেন। এমনই ৬ অভিনেত্রীর কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
১) জুহি চাওলা:- প্রাক্তন মিস ইন্ডিয়া এবং খ্যাতনামা অভিনেত্রী জুহি চাওলা বিয়ে করেছেন মেহতা গ্রুপের প্রধান জয় মেহতাকে। বর্তমানে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে জুহির স্বামীর ব্যবসা।
২) শ্রীদেবী:- বলিউডের ড্রিম গার্ল শ্রীদেবী। তার রূপের জাদুতে মোহাচ্ছন্ন হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একের পর এক হিট ছবিতে কাজ করেছেন তিনি। উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী এবং বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী যখন বনি কাপুরকে বিয়ে করেন, তখন তার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ ওঠে। আসলে শ্রীদেবীর সাথে গাঁটছড়া বাঁধার আগে আগে বনি কাপুরের আরেকটি বিয়ে হয়েছিলো এবং দুই সন্তানের জনকও ছিলেন তিনি।
৩) সোনম কাপুর:- বলিউডের ফ্যাশন গার্ল বলা চলে সোনমকে। নিজের ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই খবরের শিরোনামে থাকেন তিনি। দিল্লির বিখ্যাত ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন এই বলিউড ডিভা। প্রসঙ্গত শিগগিরই মা হতে চলেছেন এই সুন্দরী অভিনেত্রী।
৪) শিল্পা শেঠি:- এই তালিকায় পরবর্তী নামটি রয়েছে বি টাউনের অত্যন্ত সুন্দরী এবং সফল নায়িকা শিল্পা শেঠির। ইনি অত্যন্ত সফল হীরা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। এবং বর্তমানে দুটি সন্তানও রয়েছে এই দম্পতির। যাদের নাম ভিয়ান এবং সামিশা।
৫) টিনা মুনিম:- দেশের অন্যতম সম্ভ্রান্ত ও ধনী পরিবার ‘আম্বানি’ পরিবারে বিয়ে হয়েছিল অভিনেত্রী টিনা মুনিমের। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানির সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
৬) বিদ্যা বালান:- এই তালিকায় রয়েছেন অভিনেত্রী বিদ্যা বালানও। ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিদ্যা। উল্লেখ্য, বিদ্যার এটি প্রথম বিয়ে হলেও, সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী হলেন বিদ্যা বালান।