ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra

Moumita

অভিনয় থেকে ব্যবসা, সবেতেই সফল অভিনেত্রীরা, রইল বলিউডের ৫ বিজনেস টাইকুনদের পরিচয়

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের ঝলমলে ত্বক দেখে মানুষ শুধু মুগ্ধই নয়, মানুষ তাদের সৌন্দর্যের রহস্যও জানতে উদগ্রীব। এমতাবস্থায় বিভিন্ন বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে বলিউডের তারকা অভিনেত্রীরা নিজেদের উপস্থাপিত করে থাকে। কিন্তু জানেন কি এইসব অভিনেত্রীরা অভিনয়, বিজ্ঞাপনের পাশাপাশি মাল্টি-টাস্কার হয়ে ইন্ডাস্ট্রিতে শক্তপোক্ত ঘাঁটি গড়েছেন।

   

এই গ্ল্যামার কুইনরা নিজেদেরকে শুধুমাত্র অন-স্ক্রিনেই পারফরম্যান্স সীমাবদ্ধ রাখেনি, বর্তমানে তারা বড় বিজনেস টাইকুন হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে পানি লিওন এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের নিজস্ব বিউটি ব্র্যান্ড চালু করেছেন।

১) ক্যাটরিনা কাইফের বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’- বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পর, ক্যাটরিনা কাইফ ২০১৯ সালের নভেম্বরে মুম্বাইতে তার নিজস্ব বিউটি ব্র্যান্ড চালু করেন। এই ব্র্যান্ডের নাম কে বিউটি। ক্যাটরিনা কাইফের কথা অনুযায়ী এটি তার ড্রিম প্রোজেক্ট। এই কম্পানির প্রতিটি প্রোডাক্ট প্রাথমিকভাবে এশিয়ান ত্বকের জন্য উপযুক্ত। ক্যাটরিনা বিশ্বাস করেন ত্বকের সঠিক যত্নই হলো সৌন্দর্যের আসল মন্ত্র।

ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra

 

২) সানি লিওনের বিউটি ব্র্যান্ড ‘স্টার স্ট্রাক’- বলিউডে পা দিয়েই নিজের সৌন্দর্য আর গ্ল্যামার দিয়ে লাখো মানুষের মন জিতে নিয়েছে বিউটি কুইন সানি লিওন। পরবর্তীকালে তিনি নিজস্ব ব্যাবসা খোলার কথা ভাবেন। এবং তার মেকাপ ব্র্যান্ড স্টার স্ট্রাকের প্রতিষ্ঠা করেন। লিপস্টিক, লিপ গ্লস, মাস্কারা, আই লাইনার এবং হাইলাইটার সহ বিভিন্ন মেকাপ জাতীয় পণ্য রয়েছে তার কোম্পানিতে।

ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra

৩) লারা দত্তের বিউটি ব্র্যান্ড ‘আরিয়াস’- প্রাক্তন মিস ইউনিভার্স এবং বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী, লারা দত্ত। তার স্বাস্থ্য সচেতন স্কিনকেয়ার পণ্যগুলি আরিয়াস নামে পরিচিত। লারা’র কথা অনুযায়ী তার পণ্য গুলির বিশেষ গুন হলো প্রোডাক্ট প্যারাফিন এবং রাসায়নিক মুক্ত। প্রসঙ্গত, ফেস ওয়াশ থেকে শুরু করে সিরাম এবং ক্লিনজার পর্যন্ত, প্রায় ১১ টি পণ্য রয়েছে তার স্কিনকেয়ার লাইনে।

ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra

 

৪) লিসা হেডনের বিউটি ব্র্যান্ড ‘নেকেড’- মডেল ও অভিনেত্রী লিসা হেইডন- এরও একটি নিজস্ব বিউটি ব্র্যান্ড রয়েছে। লিসা হেডেনের এই ব্র্যান্ডটির নাম ন্যাকেড। লিসার কথায়, তিনি তার উজ্জ্বল ত্বকের রহস্য মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিউটি ব্র্যান্ডটি চালু করেছেন।

ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra

৫) প্রিয়াঙ্কা চোপড়ার বিউটি ব্র্যান্ড ‘অ্যানোমলি হেয়ার কেয়ার’:- বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ারও একটি হেয়ার কেয়ার ব্র্যান্ড আছে যার নাম Anomaly Haircare। জানিয়ে রাখি বিদেশেও এই ব্র্যান্ডের প্রচুর চাহিদা রয়েছে।

ব্যবসা,বিউটি ব্র্যান্ড,বলিউড,বিনোদন,ক্যাটরিনা কাইফ,প্রিয়াঙ্কা চোপড়া,Buisness,Beauty Brand,Bollywood,Entertainment,Katrina Kaif,Priyanka Chopra