Kangana Ranaut

‘শুধরে যাও, নাহলে বাড়িতে ঢুকে মারব’, কঙ্গনার নিশানায় বলিউডের অন্যতম চর্চিত জুটি!

বলিউড (Bollywood) জগতে বেশ জনপ্রিয় নাম কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিতর্কিত মন্তব্য করে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বলি তারকাদের সঙ্গে নানান কারণে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতিও ঘটল এমনি এক ঘটনা। নাম না করেই বলি তারকাদের নিশানায় নিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ।

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন,’ আমাকে ফলো করা হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে আমার ওপর’। কেবলমাত্র রাস্তাতেই নয় তাঁর বাড়ির ছাদ থেকে পার্কিং সর্বত্রই তাঁর ওপর নজরদারি রাখা হচ্ছে বলেই অভিযোগ করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমনকি তাঁর অভিযোগ পাপারাজ্জিদের টাকা দিয়ে কেউ তাঁর ছবি তুলিয়ে নিচ্ছেন।

অভিনেত্রীর অভিযোগ,’ আমি কোথায় কখন যাচ্ছি সে কথা নিজে থেকে জানাইনি কোন পাপারাজ্জিদের, অথচ সকালে যখন কোরিওগ্রাফি সেরে বেরোচ্ছি দেখছি ওরা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছে। আমি তো ওদের কিছুই বলিনি তাহলে ওরা জানল কিভাবে আমি কোথায় কখন থাকছি’।

Kankana Ranaoyat

যদিও সরাসরি কারও নাম নেননি অভিনেত্রী। তবে নানান ইশারায় ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন কাদের বিরুদ্ধে অভিযোগ তাঁর। কঙ্কনার অভিযোগ এক ‘প্রেমজীবী’ এই ঘটনার সাথে যুক্ত। তাঁকে সঙ্গ দিচ্ছে তাঁর স্ত্রীও। তিনি লেখেন, ‘ বলিউডে এক জোকার আছে যে একবার আমাকে না জানিয়ে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিল। নেপো মাফিয়া দলের তিনি এখন প্রেসিডেন্ট হয়ে উঠেছেন। সে আবার তাঁর স্ত্রীকে বাধ্য করেই প্রোডিউসার বানিয়েছে। আমার স্টাইলিস্টকে দিয়ে নিজের বৌকে সাজিয়ে তোলেন ওই প্রেমজীবী’।

Kankana Ranaoyat

অভিনেত্রীর হুঁশিয়ারি,’ ভালো চাইলে শুধরে যাও। নাহলে বাড়িতে ঢুকে মেরে আসবো’। নেটিজেনদের একটা বড় অংশের মতে , নাম না করলেও রণবীর-আলিয়া-কেই নিশানায় নিয়েছেন এই অভিনেত্রী। তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার এই তারকা জুটিকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Avatar

Additiya

X