Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং

Additiya

ভুয়ো লোকেশনে হয়েছে শ্যুটিং! এই ৬ ছবির লোকেশন দিয়ে দর্শকদের বোকা বানিয়েছে পরিচালকেরা

বলিউড (Bollywood) ছবি শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয় জনপ্রিয় লোকেশন(Location)। তবে অনেক সময়েই সঠিক লোকেশন না পাওয়া যাওয়ায় এক জায়গায় ছবি শ্যুট করে দেওয়া হয় অন্য জায়গার নাম। দর্শকদের মন পেতে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় ছবিগুলি। আজ আপনাদের জানাব এমন ৯ টি ছবির কথা যেই ছবি গুলি শ্যুটিং হয়েছে অন্য জায়গায় এবং নাম দেওয়া হয়েছে অন্য জায়গার।

   

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি : ২০১৩ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবীর-দীপিকা অভিনীত এই ছবি। ছবিতে দেখা গেছে ট্র্যাকিংয়ের দৃশ্য। উল্লেখ করা হয়েছে মানালিতে হয়েছে এই ট্রেকিং। কিন্তু আদতে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল কাশ্মীর। নির্মাতাদের উপস্থাপনার জন্যই দর্শকরা বুঝেও উঠতে পারেননি আসল সত্য।

 

Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং

ফানা : আমির-কাজল অভিনীত এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মনে। এই ছবিতেও উল্লেখ করা হয় কাশ্মীরের কথা। কিন্তু আদতে ছবির শুটিং হয়েছে পোল্যান্ডের দক্ষিণ প্রজাতন্ত্রের পর্বতে।

Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং

দাবাং : সালমান-সোনাক্ষী অভিনীত এই ছবির বেশ কিছু অংশ বিহারে শুটিং করা হয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। কিন্তু আদতে ছবির শুটিং করা হয়েছে ছোট্ট একটি গ্রামে।

Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং
বজরঙ্গি ভাইজান : এই ছবিতে দেখানো হয়েছে পাকিস্তানের দৃশ্য কিন্তু আদৌ তা সত্যি নয়। বরং জম্মু-কাশ্মীরে শ্যুট করা হয়েছে এই সমস্ত দৃশ্য।

Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং

চেন্নাই এক্সপ্রেস : এই ছবির একটি অংশ চেন্নাইতে শ্যুট করা হয়েছে বলা হলেও আদতে ছবির শুটিং হয়েছে পুনেতে।

Entertainment,Bollywood,Shooting Scene,বিনোদন,বলিউড,শ্যুটিং

কুছ কুছ হোতা হ্যায় : এই ছবিতে রাহুল-অঞ্জলীর দেখা করানো হয়েছে সিমলায়। কিন্তু পরবর্তীতে জানা গেছে ছবির শ্যুটিং করা হয়েছে উটির ওয়েনলক ডাউনসে।