ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

Moumita

কোটি কোটি টাকার বাজেট, অথচ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউডের এই ১০ টি ছবি

করোনা অতিমারির হাত থেকে রক্ষা পেতে দীর্ঘ দুই বছর বন্ধ ছিলো প্রেক্ষাগৃহ। কোনো ছবির শুটিং স্থগিত রাখা হয়েছিলো তো কোনো কোনো ছবি আবার পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো। তাই পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই টলি থেকে বলি সর্বত্রই লেগে গেছে ছবির ঠেলাঠেলি। কে কত তাড়াতাড়ি পার করবে ১০০০ কোটির মাইলস্টোন, চলছে প্রতিযোগিতা। তবে এই দৌড়ে অনেকখানি এগিয়ে রয়েছে দক্ষিণী ছবিগুলি। করোনা অতিমারির শাপ কাটলেও, বলিউড যেন এখনও শাপমুক্ত হয়নি। ২০২২ যে বলিউডের ইতিহাসে একটি অভিশপ্ত বছর তা বলাই বাহুল্য। ‘কাশ্মির ফাইলস’, ‘গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ এবং ‘ভুলভুলাইয়া-২’ ছাড়া আর কোনো ছবিই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। আজ দেখে নিই বলিউডের সেই সমস্ত ছবির তালিকা যা ফ্লপ তো দূর, রীতিমত ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে।

   

১. ধাকড় :- ব্যর্থ ছবির কথা বললে প্রথমেই যে নামটি আসে তা হলো বলি কুইন কঙ্গনা রানাওয়াত অভিনীত’ধাকড়’। ৯৫ কোটি বাজেটের এই ছবির মোট কালেকশন ছিলো প্রায় ৩ কোটি টাকা। তাই এই ছবিকে ফ্লপ না বলে ডিজাস্টার বলাই ভালো।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

২. ঝুন্ড:- ফ্লপের তালিকায় নাম রয়েছে বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনেরও। চলতি বছরে মুক্তি পায় ঝুন্ড। সমালোচকদের মনে ধরলেও দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারেনি। অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটির মোট বাজেট ছিলো ৩০ কোটি, যেখানে ছবিটি আয় করেছিলো মাত্র ১৫ কোটি।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৩. অ্যাটাক:- প্রায় ৭০ কোটি খরচ হয়েছিলো জন আব্রাহামের অ্যাটাক পার্ট ওয়ান তৈরি করতে। কিন্তু বক্স অফিস কালেকশন ছবি তৈরির মোট বাজেটের ধারেকাছেও পৌঁছয়নি। মাত্র ১৬ কোটি টাকার ব্যবসা করেছিলো ছবিটি।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৪. বচ্চন পান্ডে:- খিলাড়ি কুমারের বচ্চন পান্ডে মুক্তি পেয়েছিলো চলতি বছর ১৮ মার্চ। ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি নিয়ে যতটা উদ্দীপনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে, তার সিকিভাগ ব্যবসাও করে উঠতে পারেনি বক্সঅফিসে। ১৬৫ টাকা বাজেটের এই ছবিটির মোট বক্স অফিস কালেকশন ছিলো প্রায় ৫০ কোটি টাকা।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৫. সম্রাট পৃথ্বীরাজ:- অক্ষয় কুমারের কপালটাই খারাপ। চলতি বছরেই মুক্তি পায় তার ছবি সম্রাট পৃথ্বীরাজ। ঐতিহাসিক চরিত্রে উপর ভিত্তি করে তৈরি এই ছবিটির পেছনে প্রায় ২০০ কোটি টাকা খরচ হলেও বক্স অফিসে তার সিকি ভাগও ওঠেনি। এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ৬৬ কোটি টাকা।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

 

৬. বাধাই হো:- ৩৫ কোটি বাজেটের ছবি ‘বাধাই দো’ এর মোট কালেকশন ছিলো মাত্র ২০ কোটি।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৭. জার্সি:- শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবির বক্স অফিস কালেকশন মোট খরচের এক চতুর্থাংশও পার করতে পারেনি। ছবির মোট বাজেট যেখানে ৯৫ কোটি সেখানে আয় ছিলো মাত্র ১৯ কোটি।।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৮. রানওয়ে ৩৪:- অজয় দেবগনের এই ছবিটিও রীতিমত মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ৬৫ কোটি বাজেটের এই ছবির আয় ছিলো মাত্র ৩৩ কোটি।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

৯. অনেক:- এই ছবিটি বানাতে খরচ হয়েছিলো প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা। যেখানে ছবির আয় ছিলো মাত্র ৯ কোটি টাকা। ফ্লপ তো দূর এটিও রীতিমত ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment

১০. জায়েশভাই জোরদার:- রণবীর সিং অভিনীত ছবি ‘জায়েশভাই জোরদার’ নিয়ে নির্মাতাদের অনেক আশা থাকলেও সব আশা ব্যর্থ করে দিয়ে এটিও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। ৮৬ কোটি বাজেটের এই ছবির আয় ছিলো মাত্র ২৩ কোটি টাকা‌।

ধাকড়,ঝুন্ড,অ্যাটাক,সম্রাট পৃথ্বীরাজ,বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,Dhakkad,Jhoond,Samrat Prithviraj,Attack,Bollywood,Entertainment