Shahrukh Khan

Moumita

রাতারাতি ভাইরাল শাহরুখের হাতের নীল ঘড়ি, এই ঘড়ির দামে একটা রাজপ্রাসাদ বানাতে পারেন আপনি

‘পাঠান’ ঝড়ের মাঝেই সক্কাল সক্কাল দীপিকার (Deepika Padukone)। ঘরে হানা দিয়েছেন‌ শাহরুখ (Shahrukh Khan)। সুযোগ পেয়ে তিনিও রূপচর্চার পাঠ পড়ালেন কিং খানকে। সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারমধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে তা হল বাদশার কব্জিতে বাঁধা ঘড়িটি।

   

সূত্রের খবর, সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওটি ‘পাঠান’র প্রচারের সময়কার। যেখানে শুটিং-র আগে নিজের ব্র্যান্ড ‘82°E’-র প্রোডাক্টের সাথে স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করছিলেন দীপিকা। আর তখনই রুমে আসেন শাহরুখ। এই ফাঁকে অভিনেত্রী তাকেও শেখালেন যে, ত্বকের যত্ন কীভাবে নিতে হয়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারমধ্যেই সকলের নজর আটকায় শাহরুখের হাতের নীল ঘড়িটির উপর। একটি বেনামী ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সব্য’ প্রথম এই বিষয়টি তুলে ধরেন।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,দীপিকা পাড়ুকোন,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,ঘড়ি,দাম,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Deepika Padukone,Vairal Video,Social Media,Watch,Price

সূত্রের খবর, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হল রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। ‘ডায়েট সব্য’-র দেওয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪.৯৮ কোটি টাকা। কী? শুনেই হার্ট অ্যাটাক হবে বলে মনে হচ্ছে? তবে চমকে উঠলেও এটাই সত্যি।

আর হবে নাই বা কেন? যেখানে আরব সাগরের তীরে অবস্থিত মন্নতের দামই প্রায় ২০০ কোটি টাকা সেখানে একটা ঘড়ি তো খুবই সামান্য বিষয়। এছাড়া নিজের হোমটাউন দিল্লিতেও শাহরুখের একটি সুন্দর বাড়ি রয়েছে। পাশাপাশি তাদের বাসস্থান রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। রয়েছে BMW 6,7 সিরিজ ও অডি-র মতো একাধিক বিলাসবহুল গাড়ি।