ক্যাট ফাইটে ভরপুর বলিউড যেখানে একদিকে যেমন শত্রুতার গল্পগুলি বিখ্যাত তেমনই বিখ্যাত বন্ধুত্বের গল্পগুলিও। বি টাউনে এমন বেশকিছু ভাই বোন রয়েছে যাদের মধ্যেকার বন্ডিং হার মানাবে যে কোনও বন্ধনকে। তবে এই ভাই-বোনদের সম্পর্কে খুব কম মানুষই অবগত। এই তারকারা প্রতি বছরই একে অপরের সাথে রক্ষা বন্ধন উদযাপন করে থাকেন। তো চলুন জেনে নেওয়া যাক বলিউডের কিছু জনপ্রিয় রাখি ভাই বোন সম্পর্কে।
১) সালমান খান-শ্বেতা রোহিরা : বলিউডের ভাইজান সলমন খান একাধারে যেমন দূর্দান্ত অভিনেতা অপরদিকে একজন খুব ভালো ভাই। আলভিরা খান এবং অর্পিতা খান নামে দুই বোন রয়েছে তার এবং সলমন তার বোনদের কতটা ভালোবাসেন তা আমাদের বলার দরকার নেই। এই দুই বোন ছাড়াও ইন্ডাস্ট্রিতে আরো এক বোন রয়েছে তার। তিনি আর কেউ নন পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা রোহিরা।
২) ক্যাটরিনা কাইফ-অর্জুন কাপুর : বলিউড অভিনেতা অর্জুন কাপুর তিন বোনের এক ভাই। তার বোনেদের নাম অনশুলা কাপুর, খুশি কাপুর এবং জাহ্নবী কাপুর। অর্জুন কাপুরের এই তিন বোন ছাড়াও আরো এক বোন রয়েছে ইন্ডাস্ট্রিতে। তিনি আর কেউ নন বলিউড ডিভা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ প্রতি বছর অর্জুন কাপুরের হাতে রাখি বাঁধেন।
৩) গৌরী খান-সাজিদ খান : বলিউড অভিনেতা শাহরুখ খান এবং ফারাহা খান একে অপরের খুব ভাল বন্ধু এবং একইসাথে ফারাহ শাহরুখ পত্নী গৌরিরও খুব কাছের। এখন গৌরী খান ফারাহ খানের ভাই সাজিদ খানকে নিজের ভাই মনে করেন। শুধু তাই নয়, প্রতি বছর সাজিদ খানের হাতে রাখিও বাঁধেন গৌরী।
৪) সোনু সুদ-ঐশ্বরিয়া রাই বচ্চন : টিনসেল নগরীর ডিভা ঐশ্বর্য রাই বচ্চন এবং সোনু সুদ যোধা আকবর ছবিতে ভাই বোনের চরিত্রে অভিনয় করেন। ছবির সেটেই সোনুর হাতে রাখি বাঁধেন তিনি। তারপর থেকে প্রতি বছরই সোনুকে রাখি পরান ঐশ্বর্য।