বলিউড ফিল্ম জগৎ-এ অনেক বড় তারকা আছেন জারা নিজেদের অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ হৃদয়। তাদের মধ্যে কিছু তারকা এমন আছেন যারা তাদের শেষ ছবি দেখে যেতে পারেননি। চলুন দেখে নিই সেই তালিকা,
১) ওম পুরি- ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান ওম পুরি। তার তৈরি দুটি বিখ্যাত ছবি ‘দ্য গাজী অ্যাটাক’ এবং হলিউডে তার তৈরি ফিল্ম ‘২২ বয়েজ হাউস’ তার মৃত্যুর পরই সম্প্রচারিত হয়।
২) শ্রীদেবী- ২০১৯ সালের শুরুর দিকে মারা যান বলিউডের তৎকালীন সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু সেই ছবি দেখে যেতে পারেননি তিনি।
৩) রাজেশ খান্না- ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না। ২০১১ সালে তিনি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, ‘ডেডলি ব্ল্যাকবিয়ার্ড’ এবং ‘রিয়াসাত’। কিন্তু এই দুটি ছবিই মুক্তি পায় রাজেশ খান্নার মৃত্যুর দুই বছর পর।
৪) দিব্যা ভারতী- বলিউডের স্বপ্নসুন্দরী নামে পরিচিত অভিনেত্রী দিব্যা ভারতী। তার মৃত্যুতে সারা পড়ে গিয়েছিল গোটা দেশেই। মাত্র ১৯ বছর বয়সে দিব্যা তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে পড়ে হঠাৎ মারা যান, তার মৃত্যুর ৯ মাস পরে ‘শতরঞ্জ’ ছবিটি মুক্তি পায় যা সুপার হিট হয়েছিল।
৫) ফারুক শেখ- তার সময়ের বিখ্যাত অভিনেতা ফারুক শেখ ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। ২৮ ডিসেম্বর ২০১৩ সালে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর তার মৃত্যুর এক বছর পর মুক্তি পায় তার ছবি ‘ইয়ংস্তান’।
৬) শাম্মী কাপুর- ২০১১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাম্মী কাপুর। শাম্মী কাপুর তার নাতি রণবীরের ছবি ‘রকস্টার’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর ছবিটি মুক্তি পায়। শেষবারের মতো পর্দায় নিজেকে দেখতে পাননি তিনি।
৭) সঞ্জীব কুমার- একজন বহু প্রতিভাবান অভিনেতা ছিলেন সঞ্জীব কুমার। ৪৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় তার ১০ টি চলচ্চিত্র। তাঁর মৃত্যুর পর মুক্তি পায় তাঁর ছবি ‘প্রফেসর কি পড়োসান’, কিন্তু তিনি সেই ছবি দেখে যেতে পারেননি।
৮) অমরীশ পুরী- বলিউডের বিখ্যাত খলনায়ক অমরীশ পুরিও তার শেষ ছবি দেখতে পারেননি। তার চলচ্চিত্র ‘কাচ্চি সড়ক’-এর শুটিং শেষ হওয়ায় পরই ২০০৫ সালে মারা যান তিনি। এরপর ২০০৬ সালে তার নতুন চলচ্চিত্র মুক্তি পায়।
৯) সুশান্ত সিং রাজপুত- মাত্র ৩৪ বছর বয়সে ১৪ জুন ২০২০ তে অকস্মাৎ আত্মঘাতী হন তিনি। তার মৃত্যুতে তোলপাড় হয়েছিল সারা দেশজুড়ে। সুশান্ত সিং রাজপুতও তার ছবি ‘দিল বেচারা’ পর্দায় দেখতে পারেননি, এরপর সুশান্তের মৃত্যুর প্রায় দেড় মাস পর তার ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায়।