Amitabh Bachchan

Moumita

শুধু হিন্দি নয়, বাংলাতেও এই ৩ সিনেমাতে অভিনয় করেন অমিতাভ, জানেন ছবিগুলির নাম?

তিনি হলেন বাংলার জামাইবাবু। বঙ্গ তনয়া জয়াকে বিয়ে করে এই অবাঙালি মানুষটি আজ শিখে গেছেন কীভাবে বাংলায় প্রেম নিবেদন করতে হয়। এখন অনায়াসে বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। তবে শুধু এই তিনটি শব্দই নয়, বাংলার এই জামাই আস্ত বাংলা সিনেমাও (Bengali Movie) করে ফেলেছেন‌। জানতেন কি সেই কথা? অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ফিল্ম জীবনের ইতিহাসে এই বাংলা ছবিগুলিকে বাদ দেওয়া যায় না।

   

অনুসন্ধান (১৯৮১) : শক্তি সামন্তর ‘অনুসন্ধান’ অমিতাভর কেরিয়ারের একমাত্র সুপারহিট বাংলা ছবি। এই ছবির ডাবিং তিনি নিজেই করেছিলেন। ‘অনুসন্ধান’ ছবিতে অভিনয় করেছিলেন আমজাদ খান এবং রাখি গুলজার। বাংলায় ছবিটি হিট হলেও হিন্দি ভার্সনটি ফ্লপ হয়ে যায়।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,অমিতাভ বচ্চনের বাংলা ছবি,অনুসন্ধান,ওরা কারা,Bollywood,Entertainment,Gossip Amitabh Bachchan,Bengali Movie Of Amitabh Bachchan,Anusandhan,Ora Kara

ওরা কারা (২০০৪) : মাঝে দীর্ঘ বিরতির পর ২০০৪ সালে ‘ওরা কারা’ ছবি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেন অমিতাভ। ছবির প্রোমোশন ব্যাপকহারে হলেও ছবিটি সেভাবে হিট করেনি। বিদেশি ঘরানার সাসপেন্স থ্রীলার সেভাবে আপন করে নেয়নি মানুষ।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,অমিতাভ বচ্চনের বাংলা ছবি,অনুসন্ধান,ওরা কারা,Bollywood,Entertainment,Gossip Amitabh Bachchan,Bengali Movie Of Amitabh Bachchan,Anusandhan,Ora Kara

জবান (১৯৭২) : শাহেনশাহর প্রথম বাংলা ছবি হল জবান। পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন শমিত ভঞ্জ। এবং এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন অমিতাভ। নিষিদ্ধ পল্লির এক দালালের ভূমিকায় অংশ নিয়েছিলেন তিনি।