কঙ্গনা রানাওয়াত,বিনোদন,বলিউড,ফ্লপ মুভিজ,Kangana Ranaut,Entertainment,Bollywood,Flop Movies

Moumita

উল্টোপাল্টা মন্তব্য করে শুধুই বিতর্ক, ‘কঙ্গনা’র পরপর ৯ টি ছবি ‘সুপার ফ্লপ’, রইল বক্স অফিস তালিকা

বলিউডের কুইন কঙ্গনা রানাউত, তবে বিতর্ক যেন তার চিরন্তন সঙ্গী। এমন খুব কম সময়েই আছে যখন তিনি তার বক্তব্যের কারনে সংবাদের শিরোনামে থাকেননি। আসলে তার আলপটকা মন্তব্য ঘিরে তাকে নিয়ে ঠাট্টা তামাশাও তো কম হয়না। বলিপাড়ায় তাকে নিয়ে চলতে থাকে নানা প্রকার বিদ্রুপ। কিন্তু তার অভিনয়ের ধারেকাছে পৌঁছাবে খুব কম জনই। গ্যাংস্টার সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি, আর আজ যেন বলিউডে তার নিজের সাম্রাজ্যই তৈরি করে ফেলেছেন।

   

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা তৈরির ক্ষেত্রে তার তুলনা হয়না। এছাড়া অন্য যেকোন সিনেমাতেই কঙ্গনা উপস্থিত থাকলে সেখানে এক শক্তিশালী নারী চরিত্র দেখা যায়। কিন্তু তার বেফাঁস মন্তব্যের জেরে ঢাকা পড়ে যায় তার প্রতিভা, নিন্দুকেরা তার বিতর্কিত মন্তব্যের ওপরই বেশি জোর দেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা আর মুভি থিয়েটারে মানুষের মন জয় করার মধ্যে রয়েছে বিরাট পার্থক্য।

আসলে দেরীতে হলেও এই পার্থক্য কঙ্গনা নিজেও বুঝতে পেরেছেন, সেইজন্য বেশ কিছু সময় ধরে চুপ রয়েছেন তিনি। তার অভিনীত শেষ ৯টি সিনেমাই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এই সবকটিই হয় ব্যর্থ হয় অথবা সেইরকম সাফল্য দেখতে পায়নি। হয়তো বক্স অফিসের সাফল্য বা ব্যর্থতা দিয়ে কঙ্গনার মতো মেধাবী অভিনেত্রীর মেধাকে মাপা উচিৎ নয়, কিন্তু বিনোদন জগতে দিনশেষে অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি আয়-ব্যায়ের হিসাবটাও মাথায় রাখতেই হয়। কারন বলিউড বা যেকোন সিনে ইন্ডাস্ট্রি যতই পারফর্মিং আর্ট হোক, সেগুলি ব্যাবসারও বিরাট ক্ষেত্র।

আসলে থিয়েটার রাইটস ছাড়াও ওটিটি রাইটস, টিভি রাইটস, অডিও রাইটস সব কিছু মিলিয়ে এই সিনেমাগুলো খরচের টাকা তুলে আনতে পারলেও বক্স অফিসে সেরকম সাফল্যের মুখ দেখতে পায়নি।

নীচে কঙ্গনার শেষ নয়টি ছবির মোট বক্স অফিস কালেকশন তুলে ধরা হলো

১) ধাকড় : মোট বাজেট ১০০ কোটি, বক্স অফিসে এখনো পর্যন্ত আয় ৩.৫২ কোটি
২) থালাইভি : বাজেট ১০০ কোটি, বক্স অফিসে আয় ৪.৭৫ কোটি
৩) পাঙ্গা : মোট বাজেট ৪৯ কোটির হলেও বক্স অফিসে আয় ২২.৩৬ কোটি
৪) মনিকর্ণিকা : বাজেট ৯৯ কোটি টাকা, কিন্তু বক্স অফিস কালেকসন ৯০.৮১
৫) জাজমেন্টাল হ্যা ক্যায়া : বাজেট ৩২ কোটি টাকা হলেও এই ছবি মোট আয় করে ৩৩.৯৫ কোটি টাকা
৬) সিমরান : মোট বাজেট ২৮ কোটি, সেখানে বক্স অফিস কালেকশন ১৪.৮৯
৭) রঙ্গুন : মোট বাজেট ৬১ কোটি টাকা, বক্স অফিস কালেকশন ২০.২৭কোটি টাকা
৮) কাট্টি বাট্টি: মোট বাজেট ৩২ কোটি, বক্স অফিস কালেকশন ২৩.৭৫ কোটি টাকা
৯) আই লাভ এন ওয়াই : বাজেট ১৬ কোটি, সেখানে বক্স অফিসে মাত্র ১.২ কোটি কামায় এই সিনেমা।

তাই কঙ্গনাকে যতই ‘কুইন’ নামে ডাকা হোক না কেন, মুভি থিয়েটারে যে দর্শক টানার পরীক্ষায় টানা নয়বারই ডাহা ফেল করেছেন কঙ্গনা সেবিষয়ে আর কোনো সন্দেহ থাকেনা।